পাবিপ্রবিতে ৪ শতাধিক শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রদল

Share the post

মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখা ছাত্রদল।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পাবনার রত্নদ্বীপ রিসোর্টে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মো: আরিফুর রহমান ও কাইয়ুম উল হাসান (কাউয়ুম)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল হক জিহাদী, সাবেক আহ্বায়ক একরামুল হক লিমন, সাবেক সদস্য সচিব সানজিদ প্রান্ত, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মেহেদী হাসান মিলনসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে তিনটায় পবিত্র কুরআন এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত, ছাত্রদল সংগীত এবং চব্বিশের অভ্যুত্থানের শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে. এম তরিকুলের সঞ্চালনায় প্রোগ্রামের শুরুতে নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন ইংরেজি বিভাগের ইয়াসিন আলী এবং অর্থনীতি বিভাগের সাকিব হোসেন। এরপর এক এক করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র পাবনা জেলার সাবেক সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান ও কাইয়ুম উল হাসান (কাউয়ুম)।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমিত বলেন,‘একাত্তর পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটেছে সেটা হলো চব্বিশের গণঅভ্যুত্থান। চব্বিশের গণঅভ্যুত্থানে একক ছাত্রসংগঠন হিসেবে সবচেয়ে বেশি আত্মহুতি দিতে হয়েছে ছাত্রদলকে। উনিশ নব্বইয়ের গণঅভ্যুত্থানেও সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল। নব্বই পরবর্তীতে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে রাজনীতি হয়েছে সবগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে রাজনীতি করারা চেষ্টা করেছে। চব্বিশের আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমেই শুরু হয়, পবর্তীতে বিভিন্ন ছাত্রসংগঠন শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন। এই আন্দোলনে সর্বস্তরের ছাত্ররা অংশগ্রহণ করেছেন। ১৯ জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি মাঠে না নামতেন তাহলে আন্দোলন হয়তো অন্যদিকে চলে যেতো।’

তিনি আরো বলেন, ‘দেশে দীর্ঘদিন ধরে যে ফ্যাসিবাদ চলছিলো। ক্যাম্পাসে শিক্ষার্থীরা মত প্রকাশ করতে পারেনি, কথা বলতে পারেনি। একটা দেশের কথা চিন্তা করতে গেলে সেখানকার শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে, সেটা ছাত্রদলের মাধ্যমে হোক বা অন্য কোন সংগঠনের মাধ্যমে হোক। আমরা অনেকেই বলি রাজনীতি ভালো কিছু না কিন্তু আমরা কেউ আবার রাজনীতির বাইরেও না। একটা সময় যারা ছাত্র রাজনীতি যারা করতো সাধারণ মানুষ তাদেরকে ভিন্ন চোখে দেখতো, বলতো এদের দিয়ে কিছু হবেনা কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষের সে ধারণা বদলেছে। আমাদেরকে আমাদের ক্যারিয়ার নিয়ে যেমন ভাবতে হবে তেমনি দেশ নিয়েও ভাবতে হবে। আমরা বিদ্যমান যে রাজনৈতিক কাঠামোর মধ্যে আছি সেটার ভেতরে থেকেই আমাদের রাজনৈতিক সচেতনতা বাড়াতে হবে।’

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, ‘ছাত্রদল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে বদ্ধ পরিকর। ক্যাম্পাসে আমাদের ভিশন হলো গণরুম, গেস্ট রুম, টর্চারসেল বিলুপ্ত, সন্ত্রাস, নৈরাজ্য দূরীকরণ ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা। হলের খাবারের মান উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধি, মেডিকেল সেন্টার আধুনিকায়ন, মেয়েদের জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরী, সবুজ ও পরিষ্কার ক্লিন ক্যাম্পাস কর্মসূচী, পার্ট টাইম জবের ক্ষেত্র তৈরী, শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ করা। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎পাবিপ্রবির চাপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃত্বে ইমরান ও রাশিদুল।

Share the post

Share the post মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির যাত্রা শুরু করেছে “চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি”। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এ সমিতির নতুন কমিটি প্রদান করা হয়েছে। ‎সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনাসভা […]

পাবনার সর্বকনিষ্ঠ শহীদ নিলয়ের কবর জিয়ারত করলেন পাবিপ্রবি উপাচার্য

Share the post

Share the post মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:জুলাই স্মৃতি স্বরণে মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে পাবিপ্রবি প্রশাসন। তারই অংশ হিসেবে জুলাই বিপ্লবে পাবনার সর্বকনিষ্ঠ শহীদ মাহবুব হাসান নিলয়ের কবর জিয়ারত করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। রবিবার (৬ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, […]