পহেলা বৈশাখে তীব্র গরমে শিক্ষার্থীদের মাঝে পানি ও শরবত বিতরণ করল জবি ছাত্রদল

Share the post

মোঃ হৃদয়,জবি প্রতিনিধি: পহেলা বৈশাখের দিনে রাজধানীতে প্রচণ্ড গরমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ আয়োজন করেন তারা।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে জবি ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “আমরা ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকি। সেই জায়গা থেকেই আমরা নববর্ষের দিন সাধারণ শিক্ষার্থীদের জন্য শরবত ও পানির ব্যবস্থা করি। আমাদের এই উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রদল সমর্থন দেয়।”

তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার্থীদের যেকোনো বিপদে আপদে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্রদল সর্বদা পাশে থাকবে।”

কর্মসূচি সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছাত্রদলের রাজনীতি। বৈশাখের এই তীব্র গরমে সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের একটু স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও জবি ছাত্রদল মানবিক এবং কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আমরা সবসময়ই মানবিক উদ্যোগ বাস্তবায়নে প্রস্তুত। ছাত্রসমাজের অধিকার আদায়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিখোঁজ সাংবাদিক মনিরুজ্জামান সুস্থ অবস্থায় নিজ বাড়িতে ফিরে এসেছেন।

Share the post

Share the postগত কয়েক দিন ধরে নিখোঁজ থাকা দৈনিক কালবেলা গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান (৩৩) সুস্থ ও নিরাপদ অবস্থায় নিজ বাড়িতে ফিরে এসেছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে পরিবারের সাথেই অবস্থান করছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে যারা তার খোঁজে উদ্বিগ্ন ছিলেন, সহমর্মিতা দেখিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—সবার […]

আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটির অফিস পরিদর্শনে ইবির ভিসি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইরানের প্রখ্যাত আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটি’র ঢাকাস্থ বাংলাদেশ অফিস পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শুক্রবার (২২ মে) ঐ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহাবুদ্দিন মাশায়েখী রা’দ এর আমন্ত্রণে তিনি এই পরিদর্শনে যান। এসময় শাহাবুদ্দিন মাশায়েখী রা’দ এর সাথে এক বৈঠকে মিলিত হন এবং উভয়ের বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ও ডায়রি […]