

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নে বেস্ট লাইফ ইনস্যুরেন্স এর মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) নেত্রকোণা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন মদনপুর ইউনিয়নে হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রাহঃ) মাজারের সামনে বাংলাদেশ বাউল সমিতি নেত্রকোনা সদর উপজেলা কার্যালয়ে বেস্ট লাইফ ইনসুরেন্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাসউদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মদন সাংগঠনিক অফিসের ইউনিট ম্যানেজার সাফায়েত উল্লাহর সঞ্চালনায় মৃত্যুদাবির চেক হস্তান্তর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফারাস, মদনপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাদিস মিয়া, মদনপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আলমগীর ফকির, নেত্রকোনা সদর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জগলুল ইসলাম ফকির দিলীপ, মদনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলাল খান, নেত্রকোনা সদর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ আলী ফকির।
এসময় আরো উপস্থিত ছিলেন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার সোহেল খান দূর্জয়,মাসুদুজ্জামান খান, ও ইউনিট ম্যানেজার সানাউল্লাহ শাহ সুমন।
পরে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন মদনপুর ইউনিয়নের সম্মানিত গ্রাহক রাবিয়া আক্তার মৃত্যুবরণ করায় তার মেয়ে মোছাঃ মোস্তরা আক্তারের কাছে মৃত্যুদাবি বায়ান্ন হাজার (৫২০০০) টাকার চেক হস্তান্তর করা হয়।