

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনায় গণঅধিকার পরিষদ (জিওপি)র জেলা শাখার আহ্বায়ক কমিটি ৬ মাসের জন্য আত্মপ্রকাশ করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেলে জেলা প্রেসক্লাবের হলরুমে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান এর স্বাক্ষরিত প্যাডে এই আহ্বায়ক কমিটি আত্মপ্রকাশ করা হয়েছে।
নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় নেত্রকোনায় অন্যতম ফেরদৌস আহমেদকে আহ্বায়ক ও এইচ এম তারিফ জামিল ফয়েজীকে সদস্য সচিব করে ১২৫ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে।
উক্ত কমিটির যুগ্ম আহবায়ক,এডভোকেট মোঃ আব্দুল কাদির, এডভোকেট মোহাম্মদ আলী, মোঃ সাদেক হোসেন, মোঃ সুলতান আহমেদ, এইচ এম রাসেল, মোঃ কামরুল হক, মোঃ তৌহিদুল আলম তালুকদার, মোঃ জসিম উদ্দিন,মোঃ আব্দুল মতিন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সোহেল রানা, খান মোহাম্মদ অপি, মোঃ সেলিম তালুকদার, মোঃ আবুল কাশেম (দুলাল), মোঃ আনোয়ার হোসেন ভূঞা, মোঃ আশরাফুল ইসলাম তালুকদার, নয়ন চন্দ্র সরকার নারায়ণ, মোঃ আল মামুন, মোঃ হৃদয়, ও মোঃ আমিরুল ইসলাম।
উক্ত জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে যারা রয়েছেন-তারা হলেন, মোঃ সিদ্দিকুর রহমান খান,মোঃ সারোয়ার রহমান মুন্না, মোঃ খাইরুল ইসলাম, মোঃ কামরান আহমেদ, মোঃ সাদ্দাম হোসেন রাতুল, মোঃ শেখ মনির হোসেন উজ্জ্বল, মোঃ হিরামণ তালুকদার হিরণ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আনোয়ারুল আমিন, মোঃ পারভেজ হাসান,মোঃ নান্টু মিয়া, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম,মোঃ হেলাল মীর, মোঃ শেখ মোহাম্মদ রুকন, মেহেদী হাসান পল্টন, মোঃ আজিজুল হক, মোঃ পিন্টু (আব্দুল আওয়াল),মোঃ আযাহারুল ইসলাম।
এসময় গণ অধিকার পরিষদ জেলা কমিটির আত্মপ্রকাশ ও সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক ফেরদৌস আহমেদ ও সঞ্চালনা করেন বারহাট্টা উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শাকিল তালুকদার রিফাত।