নরসিংদীতে র্যাবের হাতে একাধিক খুনের মামলার আসামী গ্রেপ্তার
আশিকুর রহমান, নরসিংদী: নরসিংদীর রায়পুরা থেকে একাধিক খুনের মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান-১১ (র্যাব)।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে র্যাব-১১ নরসিংদীর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকার মনছুর আলীর ছেলে ফারুক (৩৫)।
র্যাব সূত্রে জানা যায়, রায়পুরা থানার চ্যাঞ্চল্যকর কিশোর সাইফুল ইসলাম ওরফে রাকিবকে গত ৬ মে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে নিহতের মামা বাদি হয়ে রায়পুরা থানায় ফারুক সহ আরও ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি র্যাব-১১ নরসিংদীর দৃষ্টিগোচর হলে উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে। ফলে বৃহস্পতিবার ভোরে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম করেন।
র্যাবের উপপরিচালক সাদমান ইবনে আলম জানান, র্যাবের অভিযানে চ্যাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার আসামী ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যা মামলার এজাহারনামীয় আসামী। পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে একাধিক হত্যা রয়েছে। তিনি আরও জানান দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। পরে তাকে রায়পুরা থানায় সোপর্দ করা হয়।