আশিকুর রহমান (নরসিংদী) :-জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ।
বৃহস্পতিবার(৬ মার্চ) রাতে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নরসিংদীর শিবপুর উপজেলার খৈসাখালী গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে সাগর মিয়া (২৩), রায়পুরা উপজেলার করিমগঞ্জ গ্রামের নয়াহাটি এলাকার মৃত সালাম মিয়ার ছেলে ইব্রাহিম খলিল ওরফে রতন ভূইয়া (৫৫), সদর উপজেলার উত্তর বাগহাটা গ্রামের মৃত বেদন মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (২৬), একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মুক্তার হোসেন (৩৯), বগুড়ার নন্দীগ্রাম থানার রুস্তমপুর গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে মোঃ রাসেদ খান (৪৮) ও কুমিল্লার মুরাদনগর থানার বাখরাবাদ গ্রামের জারু মিয়ার মেয়ে জুলেখা আক্তার ওরফে জুলি চৌধুরী (৪২) সহ মোট ৯ জন মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নরসিংদী মডেল থানা, বেলাব থানা ও ডিবি পুলিশ কর্তৃক ১১.৯ কেজি গাঁজা, ২২১ পিস ইয়াবা ও ৩৫ বোতল ফেন্সিডিল সহ মাদক বহনকারী ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এছাড়াও ডেভিল হান্টে ৪ জন ও নিয়মিত মামলায় ২২ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং মাদক উদ্ধারে নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।