নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীর শিবপুরে অজ্ঞাত একব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের জামতলা (ইটাখোলা-শিবপুর) আঞ্চলিক সড়কের পাশে এক পুকুর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার জামতলা বাছেদ মুন্সির পুকুরটি বেকু দিয়ে খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধগলিত মরদেহ বের হয়ে আসে। এসময় ভেকু চালক শামীম শেখ আশেপাশের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, ভেকু দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে এক অজ্ঞাত অর্ধগলিত মরদেহ বের হয়ে আসার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, জামতলা পুকুর থেকে মাটি কাটার সময় একটি মরদেহ উদ্ধার করা হয়। লাশটি আনুমানিক ২০ থেকে ২৫ দিন আগের হওয়ায় মুখমণ্ডল ও দেহ থেকে হাড় বিচ্ছিন্ন হওয়ায় পুরুষ বা নারী তা সনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর বলা যাবে নারী না পুরুষ। তিনি আরও জানান আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।