নওগাঁর নিয়ামতপুরে সাবেক খাদ্যমন্ত্রীর দূর্নীতির বিচার ও ৪ দফা দাবীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে বৈষম্যবিরোধী মানবকল্যান ছাত্র সমাজের শিক্ষার্থীরা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার ভাই মনোরঞ্জন মজুমদারের দূর্নীতির বিচার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সারাদেশের চার দফা দাবী বাস্তবায়নের জন্য বিক্ষোভ মিছিল করে। বৃহস্পতিবার (১৫ই আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা গেটে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় বেশ কিছু শিক্ষার্থীদের হাতে প্লেকার্ড লেখা দেখা যায়। সেখানে সুস্পষ্টভাবে লেখা ছিলো ভূমিদস্যুদের ঠিকানা সাধন বাবুর আস্তানা।
এদিকে বিক্ষোভ মিছিলের স্লোগানেও শোনা যায় সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার ভাই মনোরঞ্জন মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী প্রতিবাদী স্লোগান। এ সময় শিক্ষার্থীরা তাদের দূরত্ব খুঁজে বের করে আইনের মাধ্যমে কঠোর শাস্তি দাবি করেন। সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এবং নওগাঁ জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছিলেন। নানান সময়েই বিভিন্ন জাতীয় পত্রিকা ও বেসরকারি টেলিভিশন গুলোতেও তার বিরুদ্ধে উঠে আসে দূর্নীতি ও সিন্ডিকেটের কর্ণধার হিসেবে সংবাদ। দৈনিক দেশতথ্য নামক একটি অনলাইন পত্রিকায় ২০২৩ সালের ২১ এ জুন সাধন চন্দ্রকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পায়। সেখানে শিরোনামি ছিলো সাধন চন্দ্র মজুমদার দূর্নীতি করে কোটিপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উঠে আসে ১৫ বছরের ব্যবধানে নওগাঁ-১ আসনের সাবেক এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বার্ষিক আয় বেড়েছে ১৫৭ গুণের বেশি।
তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৯ কোটি ৫ লাখ ১২ হাজার ৬৯ টাকা। যা ২০০৮ সালের তুলনায় ৮৬ গুণের বেশি। এতোদিন অনেকে নির্যাতনের ভয়ে মুখ না খুললেও বর্তমান প্রকাশ পেতে শুরু করেছে দখল, টেন্ডার,ম্যানেজ, জমি বেচাকেনা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ সাবেক খাদ্যমন্ত্রীর ভাই মনা মজুমদারের বিরুদ্ধে। গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরপরেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাধন চন্দ্র মজুমদার ও তার ভাই মনোরঞ্জন মজুমদার মনাকে। তবে তারা দেশেই গা ঢাকা দিয়ে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক জুয়েল

Share the post

Share the postরাবি প্রতিনিধি: রাজশাহীর বিশ্ববিদ্যালয় (রাবি) শেরপুর  জেলা সমিতির ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আতিক তালুকদারকে সভাপতি ও মো. জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে সংগঠনটির উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান  বিভাগের অধ্যাপক ড.হাবিবুর রহমান নতুন […]

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত […]