

মির্জা তুষার আহমেদ,নওগাঁ : “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে নওগাঁ তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ও নওগাঁ সদর উপজেলা আয়োজনে জেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয় ।জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, আবুল কালাম আজাদের সভাপতিত্বে মেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। দেশী ফল চাষ, পুষ্টির চাহিদা পূরণ ও কৃষি অর্থনীতিকে আরো গতিশীল করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক ও অতিথিরা।
নমেলায় কৃষি প্রযুক্তি সম্পর্কিত স্টলেও গুরুত্ব দেওয়া হয়। স্টলে কৃষি অ্যাপ, ডিজিটাল সেবা, প্রক্রিয়াজাত পণ্য যেমন জ্যাম, জেলি, আচার, ফল নির্যাস ইত্যাদিও প্রদর্শিত হয়েছে। এসব প্রযুক্তি স্টল কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।