তীব্র তাপদাহে পুড়ছে নরসিংদী, বিপর্যস্ত জনজীবন

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আর এই তাপদাহে পুড়ছে নরসিংদী। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শনিবার (৯ মে) দুপুর ১টায় জেলার আবহাওয়া অফিস সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।
এর আগের দিন শুক্রবার তাপমাত্রাও ছিলো একই। ফলে তাপমাত্রা অপরিবর্তনশীল থাকায় তপ্ত রোদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর, রিকশা চালক থেকে শুরু ঘরের বাইরে যারা কাজ করছেন তারা সবচেয়ে বেশি নাজেহাল হচ্ছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, তীব্র তাপপ্রবাহর কারণে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। রাস্তা-ঘাট প্রায় মানবশূন্য। আর যারা প্রয়োজনে বের হচ্ছেন, তাদের অনেকেই পড়েছেন বিপাকে। কেউ ছাতা মাথায়, কেউ গাছের ছায়ায় বা বিল্ডিংয়ের তলায় বিশ্রাম নিতে দেখা গেছে। তীব্র রোদের কারণে ভ্যান ও রিকশাচালকরা যাত্রী না পেয়ে অলস সময় কাটাচ্ছেন। নির্মাণ শ্রমিকসহ অন্যান্য শ্রমজীবী মানুষ অসহনীয় গরমে কষ্ট পাচ্ছেন। অসহনীয় এই গরমের শিশু থেকে শুরু করে বয়স্করা পানিবাহিত রোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ফলে হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
রিকশাচালক আবুল মিয়া বলেন, কি আর করমু। গরীব মানুষ রিকশা না লইয়া বাইর হলে সংসার চলবো কেমনে? পেটের দায়ে আগুনের মত এই রোদে রিকশা লইয়া বাইর হইতে হইছে। তিনি আরও বলেন, পেট কি আর আগুন-পানি বুঝে? আমাগো শরীর রদে ভিজে আবার রদে শুকাইয়া যায়। সকাল বেলা রিকশা লইয়া বাইর হইছি, এহন দুপুর হইয়া গেছেগা, রাস্তায় লোকজন নাই, যাত্রীও নাই, ভাড়াও নাই।
সহকারী অধ্যাপক ডা. এতেহশামুল হক বলেন, সারাদেশে তীব্র তাপদাহ বিরাজ করছে। গ্রীষ্মের এই তাপপ্রবাহের কারণে পানিবাহিত রোগ ও হিটস্ট্রোকের প্রধান কারণ। এইসব থেকে যতটুকু নিরাপদে থাকা যায়। পরামর্শ হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, বাইরে বের হলে ছাতা ব্যবহার করা, বিশুদ্ধ পানি রাখা, সুতি ও ঢিলেঢালা কাপড় পরিধান করা, যতটুকু সম্ভব ঠান্ডা ও খোলামেলা জায়গায় অবস্থান করা,  টাটকা শাকসবজি, ফলমূল ও তরল জাতীয় খাবার খাওয়া। বেশি করে ঠান্ডা পানি ও স্যালাইন পানি পান করা। বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতিনজর রাখা।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সারাদেশ সহ নরসিংদীট ওপর দিয়েও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। ৩-৪ দিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। এদিকে তাপপ্রবাহের দাপটের কারণে আগামী তিন দিনের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী, আয়েন উদ্দিন”

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ নিয়ামতপুর উপজেলার সীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দিন আহমেদ। গেল বুধবার (১অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে সফল ও সার্থক […]

দুর্গাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ঘোষণা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হেলথ […]