ঢাকায় এবারও হচ্ছে না কুমারী পূজা

Share the post

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ। পঞ্জিকা অনুযায়ী, সকাল ৭টার দিকে দেবী দুর্গার মহাঅষ্টমী বিহিত পূজা শুরু হয়। তবে, এ বছর করোনা ভাইরাসের কারণে ঢাকায় হচ্ছে না কুমারী পূজা। গত বছরও করোনার সংক্রমণ বিবেচনায় এ পূজা হয়নি।রামকৃষ্ণ মঠ ও মিশনসহ কয়েকটি স্থানে প্রতিবছর কুমারী পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন ভক্তরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি জানান, ঢাকায় কুমারী পূজায় ১০-১২ হাজার মানুষের সমাগম ঘটে। স্বাস্থ্যবিধি মানা খুব কঠিন; করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ঢাকায় কোথাও কুমারী পূজা হচ্ছে না।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবার শুধু ঢাকার বাইরে যশোর রামকৃষ্ণ মঠে কুমারী পূজার আয়োজন হয়েছে।

সাধক রামকৃষ্ণ পরমহংসদেব বহু বছর আগে নিজের স্ত্রী সারদা দেবীকে মাতৃজ্ঞানে যে পূজা করেছিলেন, তারই ধারাবাহিকতায় ভারতীয় উপমহাদেশের রামকৃষ্ণ মিশন ও মঠগুলোতে কুমারী পূজার আয়োজন করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার দুর্গাপূজার মহানবমী। এরপর ১৫ অক্টোবর হবে দশমী। সেদিন দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনের উৎসব।

মঙ্গলবার মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন ভক্তরা। নিরোগ পৃথিবী আর সব মানুষের কল্যাণের প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।এবার দেশজুড়ে মোট ৩২ হাজার ১১৭ মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। করোনা সংক্রমণ রোধে মণ্ডপে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে তৎপর আছেন র্যা ব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে ধর্ষণের বিরুদ্ধে উত্তাল জনতা, দ্রুত বিচারের দাবি

Share the post

Share the postদুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়াসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে সময় সংস্কৃতি চর্চা কেন্দ্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন হাতে সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন […]

ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না – ডা. শফিকুর রহমান

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না। এ জন্যই আমাদের লড়াই। আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার শুধু নই, বিচারের রায় ও কার্যকর করতে হবে। তাছাড়া আগামী ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় […]