জুলাই বিপ্লবের স্মৃতিতে ইবিতে সংগ্রহশালা উদ্বোধন

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’র উদ্বোধন করা হয়েছে। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ২০৯ নম্বর কক্ষে এ সংগ্রহশালার উদ্বোধন করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, টিএসসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হক, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদের সভাপতি ড. ফারুকুজ্জামান খান প্রমুখ।
টিএসসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, “জুলাই অভ্যুত্থান উদযাপনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা এ স্মৃতি সংগ্রহশালা স্থাপন করেছি। ২৪ সালের ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতা—কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ৯ দফা, এক দফা এবং চূড়ান্ত বিজয়ের প্রতিটি মুহূর্তকে স্থিরচিত্রের মাধ্যমে এই গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে।”
তিনি আরও জানান, কুষ্টিয়া ও ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের মাধ্যমে শহীদদের তালিকা সংগ্রহ করে তা সংগ্রহশালায় যুক্ত করা হয়েছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বেশ কিছু বইও এখানে সংরক্ষিত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও সমৃদ্ধ করা হবে বলেও জানান তিনি।
এদিন বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী, আয়েন উদ্দিন”

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ নিয়ামতপুর উপজেলার সীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দিন আহমেদ। গেল বুধবার (১অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে সফল ও সার্থক […]

দুর্গাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ঘোষণা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হেলথ […]