জুলাই বিপ্লবের স্মৃতিতে ইবিতে সংগ্রহশালা উদ্বোধন

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’র উদ্বোধন করা হয়েছে। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ২০৯ নম্বর কক্ষে এ সংগ্রহশালার উদ্বোধন করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, টিএসসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হক, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদের সভাপতি ড. ফারুকুজ্জামান খান প্রমুখ।
টিএসসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, “জুলাই অভ্যুত্থান উদযাপনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা এ স্মৃতি সংগ্রহশালা স্থাপন করেছি। ২৪ সালের ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতা—কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ৯ দফা, এক দফা এবং চূড়ান্ত বিজয়ের প্রতিটি মুহূর্তকে স্থিরচিত্রের মাধ্যমে এই গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে।”
তিনি আরও জানান, কুষ্টিয়া ও ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের মাধ্যমে শহীদদের তালিকা সংগ্রহ করে তা সংগ্রহশালায় যুক্ত করা হয়েছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বেশ কিছু বইও এখানে সংরক্ষিত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও সমৃদ্ধ করা হবে বলেও জানান তিনি।
এদিন বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

জাজিরায় রাতে ১৫ আগষ্ট পালন করে ফেইসবুকে পোস্ট ভোর রাতেই দুইজন গ্রেফতার।

Share the post

Share the postমোঃ আমির হোসেন,শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায়  ১৫ রাতে  শেখ মুজিবুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী সথা ১৫  পালন করে  আওয়ামী স্লোগান দিয়ে  ফেইসবুকে প্রচার করায় দুইজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। জাজিরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোরে বিলাসপুরের কাজিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ […]

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস টিম সদর থানাধীন কোড্ডা রেল ব্রিজের পশ্চিমে, আখাউড়া থেকে সুলতানপুরগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ৬ […]