জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জলঢাকায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ মাইনুল হক, বিভাগীয় প্রধান রংপুর: জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি মুলুক সভা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এ-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক শহীদ হোসেন রুবেল, সহকারী কমিশনার ভুমি, মহিউদ্দিন৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ঘাদানিক সভাপতি শিক্ষাবিদ আব্দুল গফ্ফার, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান গোলাম আজম এলিচ, মনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু,, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, হামিদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মহসিন আলী, সহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধানবৃন্দ,সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৫ তম শাহাদাৎ দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।