জরাজীর্ণ স্পিড বোট দিয়ে চলছে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুট

Share the post

Image result for সন্দ্বীপ

চট্টগ্রাম(সন্দ্বীপ): স্বাধীনতার ৫০ বছরেও আধুনিক কোনো যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেনি চট্টগ্রাম-সন্দীপ রুটে। বিআইডব্লিউটিসির জাহাজগুলো বন্ধ হয়ে যাওয়ার পর পুরাতন জরাজীর্ণ স্পিড বোট দিয়ে চলছে এই অঞ্চলের মানুষের পারাপার। পণ্যবাহী কাঠের ট্রলারে করেও মানুষকে সাগর পাড়ি দিতে হয়।

অথচ স্বাধীনতার আগে এই রুটে হেলিকপ্টার চলাচলের ব্যবস্থা ছিলো। তবে আশার কথা হলো এ অবস্থায় অত্যাধুনিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে বেসরকারি একটি প্রতিষ্ঠান।

দেশের সব প্রান্তে যখন দিনের পর দিন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, তখন ব্যতিক্রম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়া ওঠা এই জনপদ যোগাযোগ ব্যবস্থায় যেন ক্রমশ পিছিয়ে যাচ্ছে। স্বাধীনতার আগে ছিলো হেলিকপ্টার। পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। এরপর আসে বিআইডব্লিউটিসির বড় বড় জাহাজ। কিন্তু সময়ের সাথে সেগুলোও এখন বন্ধ। চর সৃষ্টি হওয়ায় সরকারি জেটিগুলোও ব্যবহার করা যাচ্ছে না।

বাসিন্দারা বলেন, যাওয়া আসা অনেক কষ্ট। রোগী থাকলে সেটা আরো সমস্যার। 

সাগর যখন উত্তাল থাকে, তখন ঢেউ আছড়ে পড়ে স্পিড বোটের যাত্রীদের শরীরে। আর বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভেজা ছাড়া কোনো উপায় থাকে না। নানামুখি জটিলতার তেমন কোনো ব্যবস্থাও নিতে পারছে না সংশ্লিষ্টরা।

এ অবস্থায় স্থানীয়দের দাবির মুখে অত্যাধুনিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে বেসরকারি একটি প্রতিষ্ঠান।

নৌ রুটের আন্দোলনকারী সরোয়ার সালাম বলেন, যোগাযোগ উন্নত করা গেলে প্রায় দেড় লাখ মানুষের উপকার হবে।  

চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার জন্য কাগজে-কলমে সাতটি ঘাট থাকলেও বর্তমানে সক্রিয় মাত্র ৩টি ঘাট। এর মধ্যে সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে চলাচল করছে ১২টি স্পিডবোট। আর বাকি দু’টি ঘাটে রয়েছে আরো ৮টি স্পিডবোট। তবে ভূমির গঠনগত জটিলতার কারণে সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে বলে দাবি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।

তিনি বলেন, ওয়াটার বাস চালাতে কোনো সমস্যা নেই। 

সন্দ্বীপের বাসিন্দাদের মধ্যে অন্তত দেড় লাখ লোকের বসবাস রয়েছে চট্টগ্রাম নগরীর হালিশহরে। কিন্তু যাতায়াতের জন্য অন্তত ৩০ কিলোমিটার দূরে কুমিরা গিয়ে বোটে উঠতে হয়। তাই পরিকল্পনা অনুযায়ী নগরীর পাহাড়তলী রানী রাসমনি ঘাট থেকে নতুন রুট চালু করা হবে। নতুন এই রুটে ওয়াটার বাসের মাধ্যমে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]