চরভদ্রাসনে চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি:আসন্ন ঈদুল আজহায় ফরিদপুরের চরভদ্রাসন  উপজেলায় মোট চাহিদার চেয়ে কয়েক হাজার পশুর আমদানি বেশি রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে। আর উপজেলার চাহিদা পূরণ করে বাড়তি কোরবানির পশু   অন্যান্য উপজেলায়  বিক্রির জন্য নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন খামারি ও ব্যবসায়ীরা।
এদিকে দেশের বাইরে থেকে কোরবানির পশু আমদানি না করায় এ বছর পশুতে ভালো দাম পাবেন বলে আশা করছেন খামারি ও ব্যবসায়ীরা।
উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চরভদ্রাসন উপজেলায় কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ৬ হাজার ৫০০টি।
এর মধ্যে পশু প্রস্তুত রয়েছে  ১৫ হাজার ৪১০টি পশু। খামারি ও পশু ব্যবসায়ীরা এবার কোরবানির বাজারে পশুর ভালো দাম পাওয়ার আশায় রয়েছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, উপজেলার ৪টি ইউনিয়ন । এছাড়াও গৃহস্থরা নিজ বাড়িতেও গরু- ছাগল পালন করছেন। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ষাঁড় ৩ হাজার ৭০০টি, বলদ ০টি, গাভী ৫০০টি, মহিষ ১০টি, ছাগল ১০৫০০টি ও ভেড়া ৭০০টি ও অন্যাণ্য ০টি সহ মোটি ১৫ হাজার ৪১০ টি পশু প্রস্তুত রয়েছে।
খামারি ও ব্যবসায়ীরা কোরবানির পশু পরিচর্যায় শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন। খামারে কেউ পশুকে খাবার দিচ্ছেন, আবার কেউ গোসল করাচ্ছেন। কোরবানি দেওয়ার জন্য অনেকেই খামার থেকে পশু দেখে যাচ্ছেন। তবে ক্রেতারা অনেক যাচাই-বাছাই করে পশু কিনবেন বলে জানিয়েছেন।
চরভদ্রাসন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রবিউল ইসলাম বলেন, ‘আশা করছি চরভদ্রাসন খামারিরা এ বছর পশুর ভালো দাম পাবেন। যতটুকু জানতে পেরেছি, এ বছর দেশের বাইরে থেকে কোনো পশু আমদানি হচ্ছে না। কোরবানির জন্য চাহিদার চেয়েও কয়েক হাজার পশু বেশি রয়েছে চরভদ্রাসন উপজেলায় ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

Share the post

Share the postফরিদপুর জেলা প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসন থানাকে ঘুষ, দুর্নীতি, টাউট-বাটপার ও দালালমুক্ত ঘোষণা করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি)রজিউল্লা খান।তিনি বলেন, “কোনো ধরনের দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা নিন।”রবিবার (১০ আগস্ট) নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে ওসি জানান, থানায় আগত সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি বা দালাল চক্রের শিকার না হয়, সে বিষয়ে তিনি সতর্ক নজর […]

চরভদ্রাসনে তিন বছরের শিশু আফজালের চোখের দৃষ্টি ফিরে পেতে সাহায্যের আবেদন

Share the post

Share the postফরিদপুর জেলা প্রতিনিধি-মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—আপনার আমার সহানুভূতিই পারে একটি জীবন বাঁচাতে। আর সেই সহানুভূতিই পারে ফেরাতে তিন বছরের নিষ্পাপ শিশু আফজালের চোখের আলো। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীর চর, দারাজউদ্দিন মোল্লার ডাঙ্গীর হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া শেখ কাদিরের দুই সন্তানের একজন ছোট ছেলে আফজাল (৩)। জন্মের পর থেকেই […]