গ্রিনলাইন পরিবহনের এসি বাসে আগুন, অক্ষত ২০ যাত্রী

Share the post

ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী গ্রিনলাইন পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে মহাসড়কের দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

আগুন লাগার সময় যাত্রীবাহী বাসটিতে ২০ জন যাত্রী থাকলেও এ ঘটনায় কেউ হতাহত হননি বলে খবর পাওয়া গেছে। বাস থেকে নিরাপদে বের হওয়া এক যাত্রী বলেন, “আগুন লাগার পর স্প্রে মারা হয়েছে। তখন ভিতরে অনেক দেখা ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। তারপরে ড্রাইভার বলল, যেহেতু ধোঁয়া ছড়ায় যাচ্ছে, তাহলে সাইড করি।”

 

 

অনেকের ধারণা, ব্যাটারি বক্স থেকে সূত্রপাত হওয়া আগুন নেভানোর জন্য গাড়িতে জরুরি অগ্নিনির্বাপক না থাকায় দ্রুত পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

অন্য এক যাত্রী জানান, গাড়িতে যখন পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে তখন ড্রাইভার গাড়ি থামায় এবং যাত্রীরা সবাই নেমে যায়। পরে ইঞ্জিনে আগুন লেগে পুরো বাসটিতে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

গৌরনদীর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান জানান, “সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় আসলে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিনলাইন পরিবহনের এই বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় বাসে চালক সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন।”

 

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু বাসটির ইঞ্জিন এবং সবগুলো সিট পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: https://tinyurl.com/bdewt4a

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

টাকায় মেলে প্রসূতি রোগীর সেবা: প্রভাব খাটিয়ে ২৬ বছরে অন্যের পদে কুসুম রানী পাইক ॥ ২ কোটি ৩৪ লাখ টাকা বাণিজ্য

Share the post

Share the postকবির হোসেন রাকিব  (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে প্রভাব খাটিয়ে অন্যের বাগিয়ে নিয়ে বাণিজ্যের। আখড়া বানানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক। গত সোমবার এক ভুক্তভোগী নারীর তথ্যপ্রমাণে এমনটাই পাওয়া গেছে।জানা গেছে, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক বিগত ২৫/২৬ বছর আগে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বেপরোয়া […]

সাতক্ষীরায় জাতীয় নির্বাচন বিষয়ে তরূণ নেতৃত্বাধীন সংলাপ অনুষ্ঠিত হয়েছে

Share the post

Share the postআবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নির্বাচন নিয়ে তরূণ-নেতৃত্বাধীন সংলাপ তারুণ্যের কন্ঠে জনগণকেন্দ্রিক ইশতেহার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, নাগরিক কমিটির সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার  শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ) […]