অনলাইনে প্রতারণার শিকার রাবি শিক্ষার্থী মুশফিক

Share the post
সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:অনলাইনে এক প্রতারক চক্রের জালে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মুশফিকুর রহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি নিজেই।
মুশফিকুর রহমান রাবির ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের  শিক্ষার্থী। তাঁর গ্রামের বাসা রাজশাহীর দূর্গাপুর উপজেলা।
মুশফিকুর রহমানের অভিযোগ, তার জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, অনাবাসিক হল কার্ডের ছবি ও ব্যক্তিগত ছবি চুরি করার পর সেগুলো ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক পেজ, গ্রুপ ও হোয়াটসঅ্যাপ) তার নামে ভুয়া প্রোফাইল তৈরি করে ক্রিপ্টোকারেন্সি ও ডলার কেনাবেচার নামে প্রতারণা করে বিভিন্ন জনের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেও কোনো সমাধান পাননি তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, ‘গত কয়েক মাস ধরে আমি এবং আমার পরিবার এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন পার করছি। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমার । এই  তারা বিভিন্ন প্রবাসীসহ দেশের ভেতরে থাকা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই প্রতারণার মাধ্যমে তারা ইতিমধ্যে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে-যার চূড়ান্ত ক্ষতিগ্রস্ত আমি, কারণ তারা আমার পরিচয় ব্যবহার করছে। ভুক্তভোগীরা যখন প্রতারণার শিকার হচ্ছেন, তখন তারা সরাসরি আমার ওপর ক্ষোভপ্রকাশ করছেন, আমাকে বিশ্বাসঘাতক ও প্রতারক মনে করছেন। ফলে আমি প্রতিনিয়ত হুমকি, গালাগালি, প্রাণনাশের ভয় এবং সামাজিক অপমানের শিকার হচ্ছি।
গতবছরের ৮ই অক্টোবর ক্যাম্পাসে অবস্থানরত অবস্থায় জানতে পারি, আমার পরিচয় ব্যবহার করে প্রতারকচক্র এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ওই প্রবাসী ভাই আমার জাতীয় পরিচয়পত্র দেখে আমার সাথে যোগাযোগ করেন এবং প্রথমবারের মতো আমি পুরো ঘটনাটি জানতে পারি।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি আমার বিভাগের একজন সম্মানিত শিক্ষকের সঙ্গে আলোচনা করি। তাঁর পরামর্শে আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে যোগাযোগ করি এবং ৯ই অক্টোবর ২০২৪ ইং তারিখে মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি (জিডি নম্বর: ৩৯৯)। পরবর্তীতে এক সিনিয়র ভাইয়ের পরামর্শে রাজশাহী র‍্যাব-৫ অফিসে একটি লিখিত অভিযোগ দাখিল করি।’
তিনি আরও বলেন, ‘প্রতারকচক্রের কারণে যাতে কেউ প্রতারিত না হন, সেজন্য আমি দ্রুত আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি সতর্কীকরণ পোস্ট দেই। সেখানে আমি স্পষ্টভাবে জানাই যে, আমার পরিচয় ব্যবহার করে কেউ যদি ক্রিপ্টোকারেন্সি ও ডলার কেনাবেচা বা আর্থিক লেনদেনের প্রস্তাব দেয়, তা যেন বিশ্বাস না করেন এবং যে কোন প্রকার লেনদেন থেকে বিরত থাকেন। কিন্তু দুঃখজনকভাবে, দুই দিনের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার গ্রুপে ‘সমাসুদ’ নামের আরো একজন ব্যক্তি আমার পরিচয় উল্লেখ করে প্রতারিত হওয়ার অভিযোগ করেন। তারপর, একের পর এক অভিযোগ আসতে থাকে এবং অনেকে আমার বাসায় এসেও হুমকি দিতে শুরু করে।
এই প্রতারণার মাধ্যমে সংঘবদ্ধ প্রতারক চক্রটি এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং নিচ্ছে – যা শুধু রাজশাহী নয়, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, শেরপুরসহ দেশের বিভিন্ন জেলা এমনকি বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইদেরও আর্থিক ক্ষতির কারণ হয়েছে। প্রতারিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ফতে মাহমুদ রাফি (প্রবাসী), মাহমুদুল খান (ময়মনসিংহ), রাকিব হাসান (সিরাজগঞ্জ), সুমন মিয়া (শেরপুর), মাসুদ (রাজশাহী), সাজিদ (রাজশাহী), আরও অনেক অজানা ভুক্তভোগী।’
তিনি আরো বলেন, ‘ঘটনাটি শুধু আর্থিক প্রতারণার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি এখন আমার ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক সম্মান, মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক শান্তির ওপরও সরাসরি আঘাত করেছে। প্রতারিত ব্যক্তিরা আমাকে ফোনে হুমকি দিয়েছেন, মেসেজে গালাগালি করেছেন, এমনকি রাজশাহীতে আমার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়েছেন।
প্রতারিত বা ভুক্তভোগীরা তাকে বিভিন্নভাবে হুমকিও দেন বলে জানান তিনি। “রাস্তায় যেখানে পাব, সেখানেই মেরে টাকা আদায় করব”, “তোকে বাঁচতে দেব না, দেখে নেব,” “প্রতারক, তোর বিচার জনগণ করবে,” “তুই প্রতারক, তোকে বিশ্বাস করি না,” “তোকে কোর্টে মামলা দিয়ে জেলে পাঠাব।” ইত্যাদি বলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।’
নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রায় প্রতিদিন নিরাপত্তাহীনতায় ভুগছি। এই হুমকির কারণে আমি এবং আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে আছি। ক্যাম্পাসে মুক্তভাবে চলাফেরা করতে পারছি না, এবং রাতের বেলায় বাড়ির সদস্যরাও আতঙ্কে থাকছেন। পড়াশোনা ও স্বাভাবিক জীবন ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে হারিয়ে যাচ্ছে। প্রতারকচক্রের কারণে আমার শিক্ষা জীবন, সামাজিক সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনের আশ্রয় নিয়েও এখন পর্যন্ত প্রকৃত প্রতারকচক্রকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ফলে দুশ্চিন্তা, আতঙ্ক ও ঝুঁকি প্রতিদিন বেড়েই চলেছে। পরিস্থিতির কারণে আমি বাধ্য হয়েছি সাইবার অপরাধ ট্রাইব্যুনাল, রাজশাহী কোর্টের শরণাপন্ন হতে এবং মামলা রুজি করার সিদ্ধান্ত নিতে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশ কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি। এটা তো অনেকদিন আগের কাহিনী ছিল। তবে এখনো যেহেতু সমাধান হয়নি, আমি এ বিষয়ে তার সাথে কথা বলে দেখবো, কিছু করা যায় কিনা।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ বিষয়ে পদক্ষেপ তো নেওয়ার কথা। সাইবারে বিষয়টা পাঠানোর কথা। তবে বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবি এ-ইউনিটের ৬ বিভাগে ভর্তির জন্য দিতে হবে আরও পরীক্ষা

Share the post

Share the postরিপোর্ট : শাহরিন ইসলাম (রাবি প্রতিনিধি):রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। গত শনিবার  সন্ধ্যায় (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত […]

রাবিসাসের নতুন সভাপতি ইরফান, সম্পাদক সাজিদ

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়:রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ১৪ সদস্যবিশিষ্ট ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইরফান তামিমকে সভাপতি ও দৈনিক প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ […]