কক্সবাজার সদর হাসপাতালে দুর্নীতির শেষ নেই।
আব্দুল আহাদ : আজ বিকালে কক্সবাজার সদর হাসপাতালের চতুর্থ তলায়। একজন হার্ডের রোগী ইন্তেকাল করেন। চতুর্থ তলা থেকে মৃতদেহ নিচে, নামানোর জন্য যে ভ্যানগুলো। ব্যবহার করা হয়। রোগির স্বজনেরা সেই ভ্যানের জন্য উক্ত ওয়ার্ডের দায়িত্বরতদের। বললে উনারা নিচে যোগাযোগ। করতে বলে। নিচে রিসিপশনে যোগাযোগ করা হলে তারা, এ বিষয়ে জানে না বলে স্বজনদের জানায়। পরবর্তীতে পুনরায় চতুর্থ তলায় দায়িত্বরতদের জানালে তারা আবারও একি কথা বলে ফিরিয়ে দেয়। এভাবে কয়েকবার উপরে-নিচে চেষ্টার পর একজন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ও কোন সুরাহা মিলে নি। শেষ পর্যন্ত ঘন্টাখানেক পর লাশবাহী এম্বুলেন্সে থাকা লাশ রাখার খাটিয়ে নিয়ে ৫-৬ জনে বহন করে চতুর্থ তলা থেকে মৃতদেহ নিচে নিয়ে আসে।