ঈদে মিলাদুন নবী ﷺ এর মোবারাকবাদ, ইন্টা. আবির আহমেদ।

Share the post

আবির আহমেদ ,(কুমিল্লা প্রতিনিধি): আজ ১২ই রবিউল আউয়াল হিজরি ১৪৪২ খ্রিস্টাব্দ আকায় নামদার তাজেদারে মাদিনা,সরকারে কায়নাত, দো-জাহানের বাদশাহ নবী, লক্ষ কোটি মুসলমানের মাথার তাজ, মা আমেনার নয়নমনি জীন্দা নবী- “নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ” ﷺ এর পবিত্র বেলাদাত শরীফ অর্থাৎ মহা পবিত্র ঈদে মিলাদুন নবী ﷺ

হিজরি ৫৭০ খ্রিস্টাব্দ ১২ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদিকে আল্লাহর রাসুল ﷺ দুনিয়ায় নূরানী শুভাগমন করেন।

ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র পক্ষ থেকে সবাইকে মহা পবিত্র ঈদে মিলাদুন নবী ﷺ এর আন্তরিক মোবারাকবাদ, ঈদ মোবারক।

ঈদে মিলাদুন নবী ﷺ এর ফজিলত হাদিস শরীফের আলোকে নিম্নে বর্ণনা করা হলো-

আল্লামা ইবনে দাহ্ইয়া রাদ্বীয়াল্লাহু আনহু প্রণীত “আত-তানভীর” কিতাবে বর্ণনা করেন-

عن ابن عباس رضى الله عنهما كان يحدث ذات يوم فى بيته وقائع ولادته صلى الله وسلم فيبشرون ويحمدون اذ جاء النبى صلى الله عليه وسلم وقال حلت لكم شفاعتى-

বাংলা তর্জমা –
একদিন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু তাঁর ঘরে পরিবারের সদস্যদের সমবেত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাাইহি ওয়াসাল্লামের বেলাদতের কাহিনী বর্ণনা করেছিলেন, যা শ্রবণ করে উপস্থিত সকলেই আনন্দোৎফুল্ল হৃদয়ে আল্লাহর হামদ (প্রশংসা) করেছিলেন।

এসময় আল্লাহর রাসুল (সাঃ) হযরত আব্বাস রাঃ এর বাড়ির সামনে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন হঠাৎ তাদের আলোচনা শুনে খুশি হয়ে প্রিয় নবী (সাঃ) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) এর ঘরে উপস্থিত হলেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের জন্য আমার শাফায়াত অবধারিত হয়ে গেল। (সুবহানাল্লাহ)

[আত-তানভীর, কৃত: ইবনে দাহইয়া, ৬০৪ হিজরী।]

“আল্লাহ পাক আমাদের সবাইকে রাসুলে পাক ﷺ এর বেলাদাত শরীফ যথাযথ মর্যাদায় উৎযাপন করার তাওফিক দান করুন” (আমিন)

মোবারাক বাদান্তে-

ইন্টা. আবির আহমেদ
সাধারণ সম্পাদক (রোটাবর্ষ ২০২০-২১)
ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া
আর আই ডি ৩২৮২ বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির পরিচয় মিলেছে

Share the post

Share the postসিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে বলে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি সংবাদমাধ্যমকে জানান, পুলিশের একাধিক সংস্থার তদন্তে এটা সম্ভব হয়েছে। ইকবালকে গ্রেপ্তারে গত কয়েক দিন ধরে চলছে জোর অভিযান।পুলিশ জানায়, রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টার মধ্যে কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা হয়। সে […]

কুমিল্লার ঘটনায় পুলিশ ৪৩ জন আটক

Share the post

Share the postকুমিল্লা : কুমিল্লার ঘটনায় পুলিশ ৪৩ জনকে আটক করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি বলেন, কুমিল্লার ঘটনাটি অবশ্যই উসকানিমূলক। […]