ইবিতে তারুণ্যের বৃক্ষরোপণ ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী 

Share the post
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ এর উদ্যোগে “Training on Leadership” কর্মশালার অংশ হিসেবে বৃক্ষরোপণ ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কর্মসূচী সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩ মে) সকালে সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় তারুণ্যের সদসরা সমবেত হয়। এরপর ক্যাম্পাস পরিষ্কার- পরিচ্ছন্নতার মাধ্যমে আজকের কর্মসূচী আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
আজকের এই কর্মসূচীর শুরুতেই সদস্যদের কয়েকটি দলে ভাগ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বটতলা ও ডায়না চত্বরের আশপাশের অংশসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ক্যাম্পাস পরিষ্কার- পরিচ্ছন্ন অভিযান শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম চত্বর, মীর মুগ্ধ সরোবর, কেন্দ্রীয় মিলনায়তন ও রবীন্দ্র নজরুল ভবনের সামনে নিম, শিউলি, বাগানবিলাস, কৃষ্ণচূড়া ও জারুলসহ হরেক রকমের বৃক্ষরোপণ করা হয়।
এসময় নিজের অনুভূতি ব্যক্ত করে সংগঠনের দুরন্ত পথিক মো: সুমন ইসলাম বলেন, “তারুণ্য কর্তৃক আয়োজিত আজকের বৃক্ষরোপণ ও ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে তারুণ্যের সহযোগি সদস্য থেকে শুরু করে নবীন, দুরন্ত ও অগ্রপথিক সদস্যরা মিলে একসাথে কাজ করছি। ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় পরিবেশের জন্য ক্ষতিকর উপদ্রব গুলো আমরা সরিয়ে ফেলতেছি। এছাড়াও পলিথিনের ব্যাগ গুলো আমরা ডাস্টবিনে ফেলছি। আজকের কার্যক্রম আমরা বিভিন্ন সময়েই করে থাকি। যখন ক্যাম্পাস একটু ময়লায় বা অপরিষ্কার অপরিচ্ছন্ন মনে হয় তখনই এই কাজ করে থাকি আমরা। সবমিলিয়ে আজকে এই কার্যক্রমে যুক্ত হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। সেই সাথে এই কার্যক্রম যেন আমরা ধারাবাহিকভাবে পরিচালনা করতে পারি সেই আশা ব্যক্ত করছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক ফাবিয়া বুশরা বলেন, “তারুণ্যে একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। এর সমাজসেবক মূলক যেমন কাজ রয়েছে তেমনি আত্মউন্নয়ন মূলক কাজও রয়েছে। সেই কাজে ধারাবাহিকতায় তারুণ্যের সদস্যদের লিডারশিপ ট্রেনিং ও টিমবিল্ডিং ট্রেনিং দেওয়া হয়। আমরা গত ১৫-১৬ মে তারুণ্য থেকে লিডারশিপ ট্রেনিং প্রাপ্ত হয়েছি। সেখানে সমাজসেবা মূলক কাজ এবং দলগত কাজ শেখানো হয়েছে। সেই কাজের অংশ হিসেবে আজকে বৃক্ষরোপণ ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালন করছি। লিডারশিপ ট্রেনিং দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে সদস্যদের নেতৃত্বদানের ক্ষমতা অর্জন করা এবং নিজেকে একজন যোগ্য নেতা হিসেবে অন্যদের সামনে তুলে ধরা। সেই হিসেবে আজকে আমরা ডায়না চত্বর এবং বটতলার বেশ কিছু অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আগামী দিনেও হয়তো আরো কিছু সম্ভব হবে। কিন্তু ক্যাম্পাস যেহেতু আমাদের সবার তাই আমাদের উচিত সকলে মিলে এই ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এর মাধ্যমে তারুণ্য থেকে আমাদের এই বার্তা যে “আসুন, পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করি, আগামী দিনের জন্য একটি সুন্দর সমাজ গড়ি”। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে, আমাদের যে নির্মল প্রকৃতির এটির জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই সামনে যে বর্ষা মৌসুম আসছে আমাদের সবার উচিত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের উপযুক্ত যত্ন নেওয়া।”
উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠার পর থেকে রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনতামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশীপ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের জনকল্যাণমুলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের পেছনের প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। […]

উচাং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা স্মারক পর্যালোচনা বৈঠক

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনের উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. […]