স্মার্টফোন এবং ট্যাব এক্সপোতে ফাইভজি সুবিধা উপভোগ করুন রিয়েলমি প্যাভিলিয়নে, সাথে অবিশ্বাস্য ছাড়

Share the post

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা, ০৬ জানুয়ারি

রাজধানীর আগারগাঁও-এর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে ‘স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো’। চলবে আগামী ৬-৮ জানুয়ারি পর্যন্ত। মেলায় স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন চলে আসুন সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে এবং উপভোগ করুন রিয়েলমির রিয়েল টাইম ফাইভজি সেবা।

রিয়েলমি জিটি নিও ২, জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৮ ফাইভজি স্মার্টফোনে রিয়েলমি প্যাভিলিয়নে থাকছে ফাইভজি নেটওয়ার্ক সুবিধা। এই তিনটি ফোনে উপভোগ করুন ফাইভজি’র দুর্দান্ত সব সেবা। পাশাপাশি, ফোন তিনটি মেলা চলাকালীন কিনতে পারবেন ৩,০০০ টাকা ছাড়ে। মেলায় জিটি নিও ২ এর বিশেষ মূল্য মাত্র ৩৬,৯৯০ টাকা, জিটি মাস্টার এডিশন মাত্র ৩০,৯৯০ টাকা এবং রিয়েলমি ৮ ফাইভজি মাত্র ১৯,৯৯০ টাকায় পাওয়া যাবে।
এছাড়াও এক্সপোতে ফোন কিনে সুযোগ থাকছে ব্র্যান্ড নিউ রিয়েলমি জিটি মাস্টার এডিশন জিতে নেওয়ার সুযোগ। বিস্তারিত জানতে ভিজিট করুন স্পন্সর প্যাভিলিয়ন-৪, রিয়েলমি স্মার্টফোন; স্মার্টফোন এবং ট্যাব এক্সপো।

এছাড়াও রিয়েলমি’র প্রতিটি স্মার্টফোন এবং স্মার্ট ডিভাইসে থাকছে দারুণ সব ছাড়। এক্সপো থেকে সি১১ ২০২১ (২+৩২জিবি) ৮,৮৯০ টাকায়, সি১১ ২০২১ (৪+৬৪জিবি) ৯,৯৯০ টাকায়, নারজো ৫০আই (৪+৬৪জিবি) ৯,৯৯০ টাকায়, সি২১ওয়াই (৩+৩২জিবি) ১০,৪৯০ টাকায়, সি২১ওয়াই (৪+৬৪জিবি) ১১,৪৯০ টাকায়, সি২৫ওয়াই ১২,৯৯০ টাকায়, সি২৫এস ১৪,৯৯০ টাকায় এবং রিয়েলমি ৮ ২০,৯৯০ টাকায় কিনতে পারবেন।
ক্রেতারা রিয়েলমি প্যাড’র (৩+৩২জিবি) ভেরিয়েন্ট মাত্র ১৯,৪৯০ টাকায়, (৪+৬৪) ভেরিয়েন্ট ২০,৯৯০ টাকায় পাওয়া যাবে।

পাশাপাশি, রিয়েলমি বাডস এয়ার ২ মাত্র ৩,১৪৯ টাকায়, রিয়েলমি স্মার্ট ক্যাম ৩৬০° মাত্র ২,৯৯৯ টাকায়, বাডস ওয়্যারলেস ২ মাত্র ২,৬৯৯ টাকায়, বাডস ওয়্যারলেস ২ নিও ১,৬৯৯ টাকায়, রিয়েলমি বাডস কিউ২ ১,৬৯৯ টাকায়, পকেট ব্লুটুথ স্পিকার মাত্র ১,২৯৯ টাকায়, এন১ সনিক ইলেকট্রিক টুথব্রাশ ৮৯০ টাকায় কিনতে পারবেন। এছাড়া প্রযুক্তি-প্রেমী তরুণদের জন্য থাকছে, রিয়েলমি বাডস ক্লাসিক ৪৪৯ টাকায় এবং রিয়েলমি বাডস ২ নিও ৪৪৯ টাকায় কেনার সুযোগ।

রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

যুগপূর্তি উপলক্ষে বিএমএসএফ’র শুভেচ্ছা

Share the post

Share the postসাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষা আন্দোলনের সর্ববৃহৎ নেটওয়ার্ক বিএমএসএফ-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১৫ জুলাই ১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পন করতে যাচ্ছে। প্রিয় সংগঠনের যুগপূর্তি উপলক্ষে সারাদেশের শাখা সমূহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করবে। আগামী ৩০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় কমিটির আয়োজন সারাদেশের সাংবাদিক সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা […]

প্রশ্নফাঁসে যা কামাই করেছি, সব খরচ করেছি আল্লাহর রাস্তায়: আবেদ আলী

Share the post

Share the postবিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ আলীর কাছে জিজ্ঞাসা করা হয়, প্রশ্নফাঁসে কত টাকা ইনকাম করেছেন? জবাবে আবেদ আলী বলেন, ‌‌‘প্রশ্নফাঁসে যত টাকা কামাই করেছি, সব খরচ করেছি আল্লাহর রাস্তায়।’গত […]