বায়েজিদে নাগিন পাহাড় কাটার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা

Share the post

নগরের বায়েজিদ এলাকার নাগিন পাহাড় কেটে স্থাপনা নির্মাণ ও প্লট তৈরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম।

বুধবার (২৯ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের জুনিয়র কেমিস্ট ছানোয়ার হোসেন বাদি হয়ে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।

পরিবেশ অধিদফতর চট্টগ্রামের উপ পরিচালক মিয়া মাহমুদুল হাসান  বলেন, পাহাড় কাটার সত্যতা পাওয়ার পর শুনানির জন্য অভিযুক্তদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে এই ১৬ জনের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে ৩২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদফতর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated