গাইবান্ধার সাঘাটায় সলেফি তুলতে গিয়ে নদীতে ডুবে ৩ বোনরে মৃত্যু

Share the post

নুর আলম আজাদ,গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় সলেফি তুলতে গিয়ে নদীতে ডুবে ৩ বোনরে মৃত্যু কিগো গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুরে সাঘাটা থানার সামনের চর এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- প্রীতি (২৬), ঋতু (২৪) ও তাদের মামাতো বোন অনামিকা (১৭)। স্থানীয়রা জানান, রংপুর থেকে সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসেন দুই বোন প্রীতি ও ঋতু। মঙ্গলবার সকাল ১০টার দিকে মামাতো বোন অনামিকার সঙ্গে যমুনা নদী দেখতে যান তারা। পরে কোনো এক সময় এক বোন নদীতে নেমে ডুবে যেতে থাকলে অপর দুই বোন তাকে বাঁচাতে যান। এ সময় নদীতে ডুবে তিন বোনেরই মৃত্যু হয়। সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated