ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ৫৩ নাবিকই মারা গেছেন

Share the post

সাগরের তলদেশে ইন্দোনেশীয় নৌবাহিনীর নিখোঁজ ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। জাহাজটিতে থাকা ৫৩ নাবিক নিহত হয়েছেন।রোববার (২৫ এপ্রিল) ইন্দোনেশিয়ার সামরিক কমান্ডার এয়ার চিফ মার্শাল হাদি তাজেহজান্তো এমন তথ্য দিয়েছেন।-খবর সিএনএন ও এপির এর আগে বালি প্রণালীতে সর্বশেষ কেআরআই নাগালা-৪০২ সাবমেরিনটি যেখানে ছিল, সেখান থেকে দুই মাইল দূরে ধ্বংসাবশেষ ভাসতে থাকার খবর দেওয়া হয়েছে।

প্রতিফলিত শব্দতরঙ্গের মাধ্যমে ওই এলাকায় অনুসন্ধান চালায় দেশটির রিজেল যুদ্ধজাহাজ। হাদি তাজেহজান্তো বলেন, পানির নিচের পরিষ্কার দৃশ্যচিত্র পেতে সিঙ্গাপুরের এমভি সুইফট রেসকিউ জাহাজ থেকে একটি রিমোট অপারেটেড ভিহিকল (আরওভি) পাঠানো হয়েছে।নাগালা ডুবোজাহাজের বিভিন্ন অংশ আমরা পেয়েছি। যার মধ্যে নোঙ্গর, নৌযানটির বাহ্যিক অংশ ও স্টিয়ারিংও রয়েছে।’

ইন্দোনেশীয় বিমান বাহিনীর প্রধান বলেন, ‘এসব প্রমাণের ওপর ভিত্তি করে আমি ঘোষণা দিচ্ছি, নাগালা ডুবোজাহাজটি ডুবে গেছে এবং এটির সব ক্রু মারা গেছেন।’

দেশটির নৌবাহিনীর প্রধান এডমিরাল ইডো মারগোনো বলেন, সাড়ে ৮০০ মিটার পানির গভীরে সাবমেরিনটি পাওয়া গেছে। এটি তিনভাগে ভাগ হয়ে গেছে।

তিনি বলেন, অনুসন্ধানী দল যেসব বস্তু পেয়েছেন, তার মধ্যে জরুরি অবস্থায় ব্যবহার করা ‘নিমজ্জন পোশাক’ রয়েছে।

এগুলো সাধারণত জাহাজের ভেতরে বাক্সে থাকে। কিন্তু যখন এগুলো আমার বাইরে পেয়েছি, তখন আমাদের মনে হয়েছে— ক্রুরা এসব পোশাক পরতে যাচ্ছিলেন, কিন্তু সেই সুযোগ তারা আর পাননি।

জাহাজটি ডুবে যাওয়ার ক্ষেত্রে কোনো মানবিক ভুল ছিল না বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

Share the post

Share the post মাহাবুব আলম তুষার ,মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা গোয়েন্দা  পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ মো: মিলন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার (১৪ জুলাই) সকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার (১৩ জুলাই) বিকেল ৬ ঘটিকায  মানিকগঞ্জ  সদর উপজোলার নবগ্রাম […]

তেঁতুলিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তদন্তে জেলা শিক্ষা অফিসার

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ফিরোজের বিরুদ্ধে বিদ্যালয়ের নিয়ম-কানুন ভঙ্গসহ নানা অনিয়মের গণ অভিযোগ করেছেন প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। চলতি বছরের গত ২৭ মে জেলা শিক্ষা অফিসার পঞ্চগড়ের কাছে এই অভিযোগটি দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ […]