“sheba.xyz” এর লিডারদের সাথে অনুষ্ঠিত হল “হাল্ট টক উইথ লিডারস” এর চতুর্থ পর্ব

Share the post
মোঃ আদিব রহমান(মাভাবিপ্রবি প্রতিনিধি)
২৮ই সেপ্টেম্বর হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির উদ্যোগে “হাল্ট টক উইথ লিডারস” অনুষ্ঠানটির চতুর্থ সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশনটি হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রতি চারদিন পরপর সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাত ৮ টায়। এই সেশনগুলোতে বিভিন্ন উদ্যোক্তাদের অতিথি হিসেবে নিয়ে এসে তাদের কাছ থেকে শোনা হবে তাদের পথ পাড়ি দেওয়ার গল্প, অভিজ্ঞতা। সঙ্গে তাদের উপদেশ, পরামর্শ তো থাকছেই। এই পুরো আয়োজনে টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে মেকানিক কই? এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন, দেশ সংবাদ, দি বিজনেস স্ট্যান্ডার্ড, চ্যানেল ২১। আর রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও কার্নিভাল।
আজ “হাল্ট টক উইথ লিডারস” এ অতিথি হিসেবে ছিলেন sheba.xyz এর সিইও ও সহ-প্রতিষ্ঠাতা আদনান ইমতিয়াজ হালিম এবং সিওও ও সহ-প্রতিষ্ঠাতা ইলমুল হক সজিব। তারা তাদের সেবা কিভাবে মানুষের দোরগোরায় পৌছে দিয়ে নিজেদেরকে সফল উদ্যোক্তা করে গড়ে তুলেছেন তার গল্প, তাদের কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে, তাদের অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরেন।
আজকের সেশনে sheba.xyz এর খুঁটিনাটি সহ তাদের সেবা কিভাবে সারাদেশে পৌছে যাচ্ছে তা নিয়ে আলোচনা করেন। তারা কিভাবে সেবার ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক সার্ভিসিং থেকে হোম এপ্লায়েন্স সরবরাহ এবং বিভিন্ন জিনিসের ডেলিভারি অনবরত করে যাচ্ছেন তা নিয়েও ধারণা দেন সেশনে অংশগ্রহণকারী উদ্যোক্তা হতে ইচ্ছুক সবাইকে। তারা ব্যবসার আরও বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
হাল্ট প্রাইজ ফাউন্ডেশন ইতিমধ্যেই এই বছরের চ্যালেঞ্জের বিষয়বস্তু ঘোষণা করেছে। হাল্ট প্রাইজের এই বছরের বিষয়বস্তু “ভালোর জন্য খাদ্য: পরিবর্তনের জন্য খাদ্যকে যানবাহনে রুপান্তর।” যেখানে টেকসই উন্নয়ন লক্ষমাত্রার ৭টি লক্ষ্য নিয়ে সরাসরি কাজ করা যাবে। আর কিছুদিনের মধ্যে এই বছরের চ্যালেঞ্জও ঘোষণা করতে যাচ্ছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। গতবার মাভাবিপ্রবিতে উল্লেখযোগ্য হারে অনক্যাম্পাস প্রোগ্রামে অংশ নিয়েছিল মাভাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এবং মাভাবিপ্রবি থেকে বিজয়ী দল অংশ নেয় রিজিওনাল সামিটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]

আশুলিয়ার অলিগলিতে এখন মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন মাদক ব্যাবসায়ীগন উঠতি বয়সী তরুণরা প্রচন্ড ঝুঁকির মুখে!!!!

Share the post

Share the postমোঃ আবু ছালেহ বিপ্লব  ঢাকা জেলা প্রতিনিধি :ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া ভাদাইলসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মাদকের করাল গ্রাস। স্থানীয়রা অভিযোগ করছেন, পাড়া-মহল্লা, অলিগলি—কোথাও যেন নেই মাদক ব্যবসায়ীদের উপস্থিতি থেকে মুক্ত কোনো জায়গা। সম্প্রতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইয়াবা ও টাপেন্টাডল নামক একটি নতুন ধরনের মাদকের ব্যবহার। […]