জাল দলিল বানিয়ে আপন ভাগিনার জমি দখল নেওয়ার অপরাধে দু’ই মামা কারাগারে 

মোঃরেজাউল করিম, টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মির্জাপুরে ধেরুয়া(নাসির গ্লাস)সংলগ্ন  নামক এলাকায় জাল দলিল বানিয়ে আপন ভাগিনার জমি দখল করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আপন তিন(০৩) মামা।কোদালিয়া গ্রামের মৃত ছোরহাব হোসেনের ছেলে মাসুদ মিয়া তের(১৩)বছর পূর্বে মারা গেলে তার-ই আপন তিন(৩) মামা জাল দলিল বানিয়ে জমি দখল করে নেয় তারা।এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাস্তা প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণের […]