কৃষি_ঋণ_বিতরন দেশের ব্যাংকিং জগতে নতুন দিগন্তের দ্বার উম্মোচন করেছেন ব্যাংক এশিয়া লিমিটেড।
সোহেল রানা,উখিয়া প্রতিনিধি। দেশের ব্যাংকিং জগতে নতুন দিগন্তের দ্বার উম্মোচন করেছেন ব্যাংক এশিয়া লিমিটেড। সারা দেশে তৃণমুল জনগোষ্টিকে কৃষি ঋনের আওতায় নিয়ে এসেছে। তারই অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া শাখায় এজেন্ট ব্যাংকিং মাধ্যমে ব্যাংক এশিয়া উখিয়া বাজার শাখায় প্রথম আনুষ্টানিক ভাবে কৃষকদের মাঝে মাত্র ৪ পার্সেন সুদে ঋন প্রদান করেন। ১৫/০৯/২০২০ইং তারিখ সকাল ১১ টায় প্রথম […]