সুনামগঞ্জে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Share the post

মোবারক হোসাইন,সুনামগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে আজ বুধবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক মো:আব্দুল ওয়াহিদ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো: দিলশাদ খানের পরিচালনায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি(বাকবিশিস) সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না ,

সকশিস সুনামগঞ্জ জেলার সভাপতি প্রভাষক মোঃ মশিউর রহমান,বাকবিশিস সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক আলমগীর হোসেন, মাদ্রাসা জেনারেল টিসার্চ অ্যাসোসিয়েশন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি মো: মিজানুর রহমান, প্রভাষক মো: আলমগীর, রেজাউল হক ও জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন- ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১৫টি বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু করা হয়েছে।

কিন্তু দীর্ঘ ২৮বছর পরও এমপিওভুক্ত না হওয়ায় চরম মানবেতর জীবন-যাপন করছেন সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষক।অথচ উচ্চ শিক্ষার প্রসার ও মানোন্নয়নে শুরু থেকেই শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বেসরকারি কলেজ সমূহে অনার্স-মাস্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগ প্রাপ্ত সকল শিক্ষকগণকে অবিলম্বে এমপিওভুক্ত করার জন্য জোর দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে দাবি পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]