নীলফামারী জেলা সৈয়দপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্দেগে মহামারী করোনা ভ্যাকসিন প্রদান
মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি: নীলফামারী জেলাবাসীর জন্য ছিল একটি ঐতিহাসিক দিন। কারন এ দিনে নীলফামারী বাসীকে বৈশ্বিক করোনা মহামারীর সংক্রমন হতে রক্ষার নিমিত্তে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ দেয়া হয়। জেলা ইপিআই স্টোর হতে সুযোগ্য সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির স্যারের সার্বিক তত্ত্বাবধানে ৬ উপজেলায় এ ভ্যাকসিন সরবরাহ দেয়া হয়। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে সকাল ৮.১৫ মিনিটে এ্যাম্বুলেন্স যোগে মেডিকেল অফিসার ডাঃ রাশেদুজ্জামান, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ আবু তাহের সিদ্দিকী ও ২ জন পুলিশ সদস্যসহ নীলফামারীর উদ্দেশ্যে রওনা হয়। ভ্যাকসিন নিয়ে সকাল ১১.৪০ মিনিটে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছলে ভ্যাকসিন গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার সাহেব। আগামীকাল হতে সৈয়দপুরy ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে টিকা প্রদান করা হবে। যারা এখনও রেজিষ্ট্রেশন করেন নাই তাঁরা তাড়াতাড়ি করে ফেলেন।