চট্টগ্রামের মানুষের কাছে অনেক সম্মান পেয়েছি : আবদুল মান্নান

চট্টগ্রাম: দায়িত্ব পালনকালে চট্টগ্রামবাসীর ক্রমাগত সমর্থন ও ভালবাসায় প্রতিনিয়ত সিক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
পদোন্নতিজনিত কারণে চট্টগ্রাম থেকে বিদায়ের আগে একুশে পত্রিকা পরিবারের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
সদ্য সচিব পদে পদোন্নতি পাওয়া মো. আবদুল মান্নান বলেন, চট্টগ্রামে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় মানুষের ক্রমাগত সমর্থন ও ভালবাসায় প্রতিনিয়তই যেন সিক্ত হয়েছি। এ বিভাগের সকল শ্রেণি পেশার মানুষের কাছে অনেক মূল্য পেয়েছি, সম্মান পেয়েছি, মর্যাদা পেয়েছি যা সম্পূর্ণ হয়তো আমার প্রাপ্য নয়।
জেলা উপজেলা বা পল্লীর নানা স্থানে নানা পরিবেশে ভাষণ-প্রভাষণ শেষে শ্রোতাদের প্রশংসাসূচক মন্তব্যও তাঁকে অনেক বেশী উদ্দীপ্ত করেছে বলেও জানান ভূমি সংস্কার বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মো. আবদুল মান্নান।
ঘনিষ্ঠ যোগাযোগ থাকলেও একুশে পত্রিকা পরিবারের কেউ কোন বিষয়ে কোনদিন তদবির বা সুপারিশ করেননি বলেও প্রসঙ্গক্রমে উল্লেখ করেন চট্টগ্রামের সদ্য প্রাক্তন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
এ সময় একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার, সম্পাদকীয় পরামর্শক এডভোকেট রেহানা বেগম রানু, টিপু সুলতান সিকদার, এইচ এম জামাল উদ্দিন, শেখ মোহাম্মদ জুলফিকার বিপুল, সিনিয়র রিপোর্টার শরীফুল রুকন, ভিডিও এডিটর আবছার রাফি, রিপোর্টার জাহিদ হাসান ও আনোয়ারা প্রতিনিধি জিন্নাত আইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে একুশে পত্রিকার পক্ষ থেকে মো. আবদুল মান্নানের হাতে ক্রেস্ট তুলে দেন সম্পাদক আজাদ তালুকদার। প্রসঙ্গত, বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা মো. আবদুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা-ইন-এডুকেশন ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করেন মো. আবদুল মান্নান। পরে নিষ্ঠার সঙ্গে ব্রাক্ষণবাড়িয়া ও চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
চাকরি জীবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কর্মরত থেকে সুনাম কুড়ান মো. আবদুল মান্নান।
এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা ও রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেন। বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদে মো. আবদুল মান্নানকে পদায়ন করা হয়।
সরকারের তথ্য কমিশন আয়োজিত ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯’ এ শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার হিসেবে ‘তথ্য অধিকার পদক’ পেয়েছেন মো. আবদুল মান্নান। মিয়ানমারের নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লক্ষ রোহিঙ্গার সার্বিক কার্যক্রম তদারকি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জনপ্রশাসনের মেধাবী কর্মকর্তা মো. আবদুল মান্নান।
গত ২৭ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়