বরিশালে মুজিব শতবর্ষ উপলক্ষে অটিস্টিক ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধী): বরিশাল জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে গতকাল ১ ফেব্রুয়ারি শনিবার মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে অটিস্টিক ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১ টার দিকে জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ মোঃ শাহ আলম এর সভাপতিেত্ব প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালেয়র উপ-পরিচালক আল মামুন তালুকদার। সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার বরিশাল হোসাইন আহমেদ, বরিশাল জেলা প্রশাসকের কার্যালেয়র প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অটিস্টিক ছেলে মেয়ে ও তাদের পরিবারের সদস্যরা। ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে অতিথিরা মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে অটিস্টিক ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
