শেখ হাসিনা এখন সবার আশ্রয় ও নিভর্রতার প্রতীক —– এমপি বকুল

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর।

নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, ‘বাংলাদেশের গরীব,অসহায় ও দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের কাছে আশ্রয় ও নিভর্রতার প্রতীকে পরিণত হয়েছেন। দেশের জনগণ প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে দেশ পরিচালনার যে দায়িত্ব তার উপর অর্পণ করেছিলেন সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন।’
শনিবার (২৩ জানুয়ারি) সকালে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীন ৪০ টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সাংসদ বকুল আরো বলেন, ‘আমি বিএনপির কাছে প্রশ্ন রাখতে চাই অতীতের কোন সরকার একদিনে ৬৯ হাজার ঘর গরীব দুঃখীদের দিয়েছে? কোন সরকার প্রণোদনা দিয়ে করোনাকালে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে? কোন সরকার তার সর্বোচ্চ চেষ্টা আর পরিশ্রমে করোনা মহামারী নিয়ন্ত্রণে রেখেছে? এই প্রশ্নের উত্তর যদি ‘আওয়ামী লীগ সরকার’ হয় তবে এখন থেকে আপনারাও চিন্তা শুরু করুন আমরা কাদের আদর্শের রাজনীতি করেন। শুধু গলা ফাটিয়ে সরকারের সমালোচনা করলেই নেতা হওয়া যায় না। এদেশের মানুষ এখন সবই বুঝে।’

বকুল আরও বলেন, ‘এতোদিন আমাদের দলের মেয়র ছিলো না৷ এখন হয়েছে বলে আপনাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে। তাকে সহযোগিতার পাশাপাশি সংগঠনকে গতিশীল করতে ভূমিকা রাখবেন। আওয়ামী লীগকে মানুষ এখন আগের চেয়ে নির্ভরযোগ্য মনে করা শুরু করেছে তাই এই অবস্থার ব্যত্যয় হতে দেয়া যাবে না।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম–লোগো

Share the post

Share the postপুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, […]

কোটার মামলা : হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন শুনানি কাল

Share the post

Share the postসরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন।এর আগে সকালে আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল […]