চ্যানেল ২১ এর উদ্যোগে মাদ্রাসায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিশেষ প্রতিনিধি:
চ্যানেল ২১ সব সময় সমাজের মেধাবী, এবং ক্ষুদে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার অন্তর্গত একটি মাদ্রাসায় চ্যানেল ২১ এর উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থী এবং মাদ্রাসায় অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। গত ২১শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার অন্তর্গত মাদরাসাতুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, শিক্ষা সামগ্রী এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত এই শীতবস্ত্র এবং শিক্ষা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টি ওয়ান এর সম্পাদক ইঞ্জিনিয়ার মশিউর রহমান, উইকেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শামীম, চ্যানেল ২১ প্রধান ভিডিও এডিটর ফারদিন রাফি, চ্যানেল ২১ এর হবিগঞ্জের প্রতিনিধি আজিজুল ইসলাম এবং মুহাম্মদ এনায়েতুল্লাহ। এছাড়া উক্ত মাদ্রাসার কর্তৃপক্ষের প্রধান ডা: মোঃ আব্দুস সোবাহান এবং উক্ত মাদ্রাসার শিক্ষকগণ।
শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ শেষে উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আরবি লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং উক্ত এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরণ করা হয়।
করোনা মহামারী সময় কাল থেকে শুরু করে সমাজের অসহায় এবং হতদরিদ্র মানুষদের জন্য কাজ করেছে চ্যানেল ২১ পরিবার।
চ্যানেল ২১ এর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র পাশাপাশি উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য টুপি এবং তসবি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে চ্যানেল টোয়েন্টি ওয়ান এর সম্পাদক ঘোষণা করেন যে উক্ত মাদ্রাসায় বছর শেষে যে শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করবে তার এক বছরের শিক্ষার সামগ্রিক খরচ চ্যানেল ২১ বহন করবে।এছাড়া উক্ত মাদ্রাসার সকল উন্নয়ন মূলক কাজে চ্যানেল ২১ সর্বদা পাশে থাকবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন চ্যানেল ২১ এর সম্পাদক।