হোটেল রয়েল ইন সুনামগঞ্জের লিফট উদ্বোধন
আল হাবিব সুনামগঞ্জ : হোটেল রয়েল ইন সুনামগঞ্জে ওয়ালটনের তৈরীকৃত লিফট হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে হোটেল রয়েল ইন মালিক দেওয়ান নাহিদ হাসান চৌধুরী (শ্যামল রাজা) র কাছে লিফট হস্তান্তর করা হয়। পরে হোটেলের মালিক ফিতা কেটে লিফট টির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ওয়ালটন হাইটেক লিফট বিভাগের ইঞ্জিনিয়ার পলাশ সরকার, ইন্জিনিয়ার মোঃ জেনান উল ইসলাম,ওয়ালটন প্লাজা সুনামগঞ্জ ম্যানেজার মোঃ সানোয়ার হোসেন, সার্ভিস সেন্টার ইনচার্জ জিহাদ শেখ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। হোটেল রয়েল ইন মালিক দেওয়ান নাহিদ হাসান চৌধুরী (শ্যামল রাজা) জানান, মেড ইন বাংলাদেশ খ্যাত ইলেকট্রনিকস পন্য প্রস্তুতকারি প্রতিষ্ঠান ওয়ালটন এখন বাংলাদেশের বহু সম্ভাবনাময় লিফট মার্কেট এর শেয়ার নিতে শুরু করেছে।ওয়ালটন এর তৈরি লিফট এখন বাংলাদেশের সর্বত্র। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের আধুনিক সুযোগ সুবিধা সম্মৃদ্ধ হোটেল রয়েল ইন- এ ৪৫০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি লিফট স্থাপনের চুক্তি করে।