সন্দ্বীপের বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচর জমি বিরোধে পাল্টা -পাল্টি হামলায় দু’পক্ষের আহত-৬

Share the post

জামসেদ আলম,সন্দ্বীপ প্রতিনিধি : সন্দ্বীপের বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচর আদর্শ মার্কেট সংলগ্নে জমি বিরোধের জের ধরে পাল্টা -পাল্টি হামলায় দু’পক্ষের সাতজন আহত হয়।মঙ্গলবার সকালে এ পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটে।এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করায় সেখানে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।হামলায় মারাত্মকভাবে আহত জয়নাল(৬২) কে উড়িরচর স্বাস্থ্য ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী হাসপাতালে প্রেরণ করে অন্য জন জামাল বেপারী(৩৭) কে বাহিরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।অন্য পাঁচজন উড়িরচর চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে কাজল বেগম ও সুজন মাঝি মধ্যে জমি নিয়ে দীর্ঘ সময় বিরোধ চলে আসছে।এ বিরোধ নিয়ে সামাজিকভাবে বৈঠক হয়েছিল কিন্তু সমাধান মিলেনি।পরবর্তীতে নদী গর্ভে বাড়ি হারিয়ে যখন নিজাম অসহায় হয়ে পড়ছে ঠিক তখন কাজল বেগমের স্বামী ও সুজন মাঝি এ জমিতে থাকার অনুমতি দিলে গত চার বছর যাবত সেখানে বসবাস করে আসছে নিজাম।কিছুদিন আগে এই বাড়ি হতে নিজাম কে সরে যেতে বললে অভাব অনটনের কারনে সেই সরে যেতে পারিনি।এই সম্পর্কে জমি মালিক দাবী কারি কাজলের স্বামী বলেনঃ- আমি গত ছয় মাস যাবত জমি ছাড়ার জন্য বলেছি কিন্তু সেই কিছুতে উঠছে না।তাই আজকে জমি ছেড়ে যেতে বললে আমার উপর সুজন মাঝি ও নিজামের নেতৃত্বে হামলা করে।পাল্টা পাল্টি হামলায় অংশ নেওয়া দ্বিতীয় পক্ষের নিজাম -কেঁদে কেঁদে বলেন আমার বাড়ি যখন নদী গর্ভে বিলীন হয়ে অসহায় অবস্থায় কলনির পাড়ে থাকি তখন সুজন মাঝি আমাকে এখানে আশ্রয় দিয়েছে।আমাকে হঠাৎ ছেড়ে যেতে বললে আমি চলে যেতে ব্যবস্থা নিচ্ছি।আমাকে কিছু সময় দেওয়ার অনুরোধ করছি।কিন্তু সময় না দিয়ে আজ আমার বাড়ি ভাংঙ্গচুর করতে আসলে আমি বাঁধা দিলে তারা আমার উপর হামলা চালিয়েছে।এ সম্পর্কে উড়িরচর পুলিশ পাড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেনঃ-আমি যতটুকু জানি জাকির নামে ব্যাক্তিটা দীর্ঘ সময় এই জমিতে বসবাস করে আসছে কিন্তু সন্দ্বীপে তার আরেকটা বাড়ি থাকায় সেখানে চলে যাওয়ার পর এই জমিতে ক্যাটেকার হিসেবে নিজাম কে থাকতে দেয়।কিন্তু নিজামকে জমি ছাড়তে বললে সেই না উঠায় এ দ্বন্দ্বের সুত্রপাত হয়েছে।দ্বন্দ্বের খবর পাওয়া মাত্রই দ্রুত সময়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এ ঘটনায় যারা জড়িত থাকুক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।আহত অন্যরা হলেন১.কামরুল (৩২),২.সাকিল(১৮),৩.সুজন মাঝি (৬০),নিজাম(৪৫)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।

Share the post

Share the postমোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী […]

সন্দ্বীপ ১৮ বছরের নিচে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ।

Share the post

Share the postমোঃ ফায়েল খান,(সন্দ্বীপ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার যানবাহন চলাচলের মধ্যে বেশি চলে মোটরসাইকেল আর তাতে বেড়ে চলছে মোটরসাইকেল এক্সিডেন্ট। তবে এক্সিডেন্ট শতকরা ৮৫ % হচ্ছে ১৮ বছরের নিচে ছেলেরা। তাই চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ১৮ বছরের নিচে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষনা করছেন এবং তার সাথে অমান্যকারী কে জেল ও জরিমানা […]