গাজীপুরে ডাকাতির ঘটনায় নারীসহ গ্রেফতার-১১
আব্দুল আহাদ।। গাজীপুর : গাজীপুর মহানগরের ডাকাতি, ট্রাক চুরি ও জাল টাকা উদ্ধারসহ পৃথক ঘটনায় নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। জিএমপি বাসন ও কোনাবাড়ি থানা পুলিশ গেলোরাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে । এসময় দেশী অস্ত্র, জালটাকা ও একটি ট্রাক উদ্ধার করা হয় ।
পুলিশ জানায়, গেলোরাতে বাসন থানাধীন চান্দনা মধ্যপাড়া দেলোয়ারের টিনশেড বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ৬ জন ডাকাত গ্রেফতার করে।এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ০৩টি চাপাতি এবং ০২টি ছোড়া, ০১টি লোহার রড ,অনুমান ০৫গজ রশি ও ০৬ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ । গ্রেফতারকৃত আরিফ হোসেন(২২) সোহেল রানা (২৮) সুমন মিয়া (২৮)মিজানুর রহমান (২৯), শহিদুল্লাহ (২৪) ও শাহজালাল (২৪)দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে । অন্যদিকে, গাজীপুর মহানগরের চান্দনা ও দিঘিরচালা এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৩ হাজার টাকার জালনোট সহ মাজহারুল ইসলাম(২২) ও শাপলা আক্তার(২৩) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও গাজীপুরের কোনাবাড়ি থেকে চুরি যাওয়ার চারদিন পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে যশোর থেকে একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
চুরির সাথে জড়িত আনোয়ার হোসেন(৪৭), রিন্টু শেখ(৩২) ও হাসান(৩২) নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। জিএমপি’র উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান,গ্রেফতারকৃতদের পৃথক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।