বিকাশের মাধ্যমে সরাসরি প্রিমিয়াম পেমেন্ট আরো সহজ করলো মেটলাইফ

Share the post

প্রেস বিজ্ঞপ্তি   ।। নভেম্বর ২৩ , ঢাকা   :       কোভিড-১৯ বৈশ্বিক মহামারি সৃষ্ট পরিস্থিতির কারণে গ্রাহকদের মাঝে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এর মাধ্যমে বিভিন্ন সেবা প্রাপ্তির ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আরো সুবিধাজনক উপায়ে বিকাশ-এর মাধ্যমে বীমা প্রিমিয়াম প্রদান করার উপায় চালু করলো মেটলাইফ বাংলাদেশ। মেটলাইফ-এর ১০ লাখেরও অধিক গ্রাহক এখন মেটলাইফ-এর ওয়েবসাইট এবং বিকাশ অ্যাপ এর মাধ্যমে তাৎক্ষণিক ভাবে প্রিমিয়াম প্রদান করতে পারবে। ­­

এই নতুন ওয়েবভিত্তিক সরাসরি প্রিমিয়াম প্রদানের ফিচারের মাধ্যমে গ্রাহকরা এখন সহজে এবং সুবিধাজনক ভাবে তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে মেটলাইফ বাংলাদেশের ওয়েবসাইটে (  www.metlife.com.bd ) প্রবেশ করে প্রিমিয়াম প্রদান করতে পারবেন। পাশাপাশি গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমেও প্রিমিয়াম প্রদান করতে পারবেন। প্রিমিয়াম প্রদানে জন্য, গ্রাহকদেরকে বিকাশ অ্যাপের পে বিল অপশন থেকে মেটলাইফ সিলেক্ট করতে হবে। প্রিমিয়াম সম্পর্কিত তথ্য এবং বিকাশ এর পিন নম্বর প্রবেশ করানোর মাধ্যমে প্রিমিয়াম প্রদানের প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।

উপরোল্লিখিত উভয় প্রক্রিয়াতেই গ্রাহকরা যেকোন সময় প্রিমিয়াম প্রদান করতে পারবেন। তাৎক্ষণিকভাবে প্রিমিয়াম প্রাপ্তির এসএমএস এবং ডিজিটাল রিসিটের মাধ্যমে কাগজবিহীন এই প্রিমিয়াম প্রদান প্রক্রিয়াটি পরিবেশ বান্ধব।

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এবং ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট সুবিধার মতো মেটলাইফ-এর বিদ্যমান ডিজিটাল সার্ভিস চ্যানেলে যুক্ত হওয়া নতুন এই ফিচারটির মাধ্যমে মেটলাইফ-এর গ্রাহকরা কোথাও না গিয়ে, বাসা থেকেই দ্রুত ও সহজে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।

বিকাশ বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান, যার রয়েছে ২৪০,০০০ এর বেশি এজেন্ট এবং সারাদেশ জুড়ে ৪৮ মিলিয়ন-এর বেশি রেজিস্টার্ড অ্যাকাউন্ট।

এ সম্পর্কে মেটলাইফ বাংলাদেশ-এর জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, “মানুষের সুরক্ষা নিশ্চিত করতে বীমা খুবই গুরুত্বপ‚র্ণ এবং মেটলাইফ-এ আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী সেবা নিয়ে আসতে সচেষ্ট রয়েছি যাতে আমাদের গ্রাহকদের জন্য বীমা প্রক্রিয়া আরো সহজতর হয়। গ্রাহকরা আরো সহজে প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারেন। ডিজিটাল প্রিমিয়াম প্রদান চ্যানেল চালুর মাধ্যমে আরো অনেক মানুষ বীমা সুরক্ষার আওতায় আসতে সক্ষম হবেন বলে মেটলাইফ  আশা করে ।

মেটলাইফের ডিজিটাল প্রিমিয়াম পেমেন্ট চ্যানেল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন:  https://www.metlife.com.bd/support/paz-premium-home/

যঃঃঢ়ং://িি.িসবঃষরভব.পড়স.নফ/ংঁঢ়ঢ়ড়ৎঃ/ঢ়ধু-ঢ়ৎবসরঁস-যড়সব/

 

মেটলাইফ

MetLife Inc. (NYSE: MET), এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”) এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বীমা, এ্যনুইটি, গ্রুপ বীমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে পরিবর্তনশীল বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশে^র ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। ১৯৫২ সালে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মেটলাইফ-এর এশিয়া যাত্রা শুরু হয়। বর্তমানে মেটলাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবনবীমা প্রতিষ্ঠান। প্রায় ১০ লক্ষেরও বোশ গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতীক বীমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.metlife.com.bd

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ: শফিউল আজম টুটুলকে আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান মানিককে সদস্য সচিব করে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্য নেতারা হলেন, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান […]

বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post

Share the postতুহিনুর রহমান তালুকদার  স্টাফ রির্পোটার :বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ই রামাদান ১৪৪৬ হিজরি ১৩ ই – মার্চ ২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার কাজীগঞ্জ বাজার এর আজিজুর রহমান মার্কেট এর ছাঁদের উপরে আয়োজন করা হইয়াছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান […]