সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা পুরস্কার পেলেন হক সাহেব

Share the post

 জামসেদ আলম ।।  সন্দ্বীপ প্রতিনিধি :       ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সিপিপি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২০ পেলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী জেলার কোম্পানিগন্জ উপজেলার ট্রেনার হক সাহেব।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ঝুকিহ্রাসে অনন্য অবদানের স্বাকৃতি স্বরুপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক গত (১২নভেম্বর) ২০২০ ইং ঢাকার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সিপিপির উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব,আ.ক.ম মোজাম্মেল হক এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এনামুর রহমান এমপি,মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়। এতে সভাপতিত্ব করেন সম্মানিক সচিব মোঃ মোহসীন।শৈশব কাল থেকেই পড়ালেখার পাশা-পাশি মানব সেবার স্বপ্ন দেখতেন হক সাহাব।

সেই স্বপ্ন বাস্তবায়নে দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় উপকুলবাসীকে নিরাপদ সড়িয়ে নিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তিনি।সাদা মনের এই মানুষটি পেশায় একজন পল্লী চিকিৎসাক হয়েও প্রাকৃতিক দুর্যোগ,সমাজের অন্যায় অবিচার সম্পর্কেও অসংখ্যা কবিতা লেখেও নিরব প্রতিবাদ করে এলাকায় শান্তি ফিরে আনতে আবদান রেখেছেন।এই কারনে তাকেও কবি বলেও আখ্যায়িত করা হয় সমাজে। শিক্ষা বিস্তার, নির্যাতিত, অসহায় মানুষ কে পরামের্শ, সহয়তা,বাল্য বিবাহ প্রতিরোধ সহ ইত্যাদি ক্ষেত্রে তার অবদান ছিল অত্যান্ত প্রসংশনীয়।

বাংলাদেশ সিপিপির কোম্পানিগন্জ সেচ্ছাসেবক শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত ও পল্লি চিকিৎসক হক সাহেব বলেনঃ-আমি গত২৫বছর যাবত সিপিপির একজন সেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছি। বন্যা, জলোচ্ছ্বাস, ও মহামারি কোন কিছুই আমাকে দমিয়ে রাখতে পারেনি।তার স্বীকৃত স্বরুপ আমাকে এবার সিপিপির শ্রেষ্ঠ সেচ্ছাসেবক নির্বাচিত করেছে এতে সত্যি আমি আনন্দিত এর সাথে সংশ্লিষ্ট সকলের নিকট আমি কৃতজ্ঞতা।

এ পুরস্কার আগামির জনসেবা করতে আমাকে ব্যাপাকভাবে উৎসাহ যোগাবে।আমি মানব সেবায় আন্তজার্তিক স্বীকৃতি পেতে সবার নিকট দোয়া চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।

Share the post

Share the postমোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী […]

সন্দ্বীপ ১৮ বছরের নিচে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ।

Share the post

Share the postমোঃ ফায়েল খান,(সন্দ্বীপ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার যানবাহন চলাচলের মধ্যে বেশি চলে মোটরসাইকেল আর তাতে বেড়ে চলছে মোটরসাইকেল এক্সিডেন্ট। তবে এক্সিডেন্ট শতকরা ৮৫ % হচ্ছে ১৮ বছরের নিচে ছেলেরা। তাই চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ১৮ বছরের নিচে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষনা করছেন এবং তার সাথে অমান্যকারী কে জেল ও জরিমানা […]