বরিশালের শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আরিফ খন্দকার র্যাবের হাতে আটক
নিজেস্ব প্রতিবেদক
বরিশাল।
বরিশালে র্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।
বরিশালের শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মোঃ আরিফ খন্দকার (৩৩)কে গ্রেপ্তার করেছে র্যাব-৮। রোববার রাতে নগরীর ভাটারখাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফের কাছ থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ এবং মাদক উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার রাত ৮ টার দিকে নগরীর ভাটার খাল এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাবের সদস্যরা। এসময় কোস্টগার্ড জেটির প্রবেশ পথের সামনে থেকে মাদক ব্যবসায়ী আরিফ খন্দকারকে গ্রেপ্তার করেন তারা। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড অ্যামিউনিশন, পিস্তলের ১টি ম্যাগাজিন এবং ৯৩ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আরিফ খন্দকার চর কাউয়ার হিরণ নগরের বাসিন্দা মৃত কাশেম খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে বরিশাল জেলার বিভিন্ন থানায় অন্তত ৭ টি মামলা রয়েছে।