কুমিল্লায় ঢাকা গেস্ট হাউজ নামের আবাসিক হোটেল এক ব্যাক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি ।। কুমিল্লা
ঢাকা রেস্ট হাউজ আবাসিক হোটেল থেকে অটো চালকের লাশ উদ্ধার: পালিয়ে গেল হোটেল কতৃপক্ষ কুমিল্লা সদর উপজেলার জাগুরতলী ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে ঢাকা গেস্ট হাউজ নামের আবাসিক হোটেল থেকে সাদ্দাম মিয়া (২৪) নামের এক অটো চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। গোপনে নিহতের পরিবারকে লাশ হস্তান্তর করে হোটেল কর্তপক্ষ ।
বিশেষ সুত্র জানায় শনিবার রাতে সাদ্দাম মারা যাওয়ার বিষয়টি সাদ্দামের সাথে থাকা বন্ধু মাহবুব ও হোটেলের ম্যানেজার সাদ্দামের বোনকে জানায়। খবর পেয়ে আজ রবিবার সকালে সাদ্দামের মা বোন ঢাকা গেস্ট হাউজ নামক হোটেলে যাওয়ার পর হোটেল কৃতপক্ষ উপরে ওঠতে বাধা দেয় একপর্যায়ে ভয়ভীতি প্রর্দশন করে গোপনে হোটেলের কর্মচারীরা সাদ্দামেরর লাশ নিচে নামিয়ে তার পরিবারকে লাশ দিয়ে দ্রুত চলে যাওয়ার নির্দেশ দেয়। গ্রামের দরিদ্র ও নিরীহ মানুষ ভয়ে লাশ বাড়িতে নিয়ে আসে এবং দ্রুত দাফন করে।