কমিউনিটি পুলিশিং ডে পালিত নীলফামারীতে
মোঃ মাইনুল হক রংপুর প্রতিনিধিঃ নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ইং উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার ৩১শে অক্টোবর জেলা শিল্পকলা একাডেমীতে বেলুন উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাবেক সাংস্কৃতিকমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল ও সাময়িক দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশ সুপার রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা জর্জ কোর্টের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, মহিলা ভাইস্ চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ডোমার থানার সাব-ইন্সপেক্টর শাহ আলম ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য ডোমারের ৫নং ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম সানবীম কে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়। আলোচনা সভা, সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান শেষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান উভয়েরই করোনা থেকে রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। নীলফামারী কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।