

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি):চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা মগধারা ইউনিয়নে এক মহিলা মাদক ব্যবসায়ী কে ২৭০ পিস ইয়াবা সহ আটক করেছে সন্দ্বীপ থানার এস আই জুলফিকার ও তার সোর্স হয়।আসামীর নাম নাহিদা সুলতানা ওরফে নিপা (২৮) স্বামী কামরুজ্জামান গোলাম রহমান মুন্সীর বাড়ি মগধারা ৪নং ওর্য়াড।গতকাল রাত ১০ ঘটিকার সময় গোপন খবরের ভিত্তিতে ইয়াবা, মাদক জিপার ও ধারোলো অস্ত্র সহ এস আই জুলফিকার হাতে গ্রেপ্তার হয়েছে এই মহিলা মাদক ব্যবসায়ী।সন্দ্বীপ থানার সূত্রে জানা যাই দীর্ঘ কয়েক বছর ধরে এই মহিলা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানান স্থানীয়ারা। এছাড়া গ্রামের স্থানীয়ারা জানান মাদক ব্যবসার সাথে তার স্বামী কামরুজ্জামান ও জড়িত রয়েছে।
এলাকাবাসী জানান গ্রেপ্তারের আগে কয়েকজন লোক নিয়ে মহিলা মদের আসর বসিয়েছিলেন এবং সব-সময় এমন আসর হতো কিন্তুু গ্রেপ্তারের আগে পুলিশ আসার খবর শুনে তার স্বামী ও বাকি রা পালিয়ে যান।
এসআই জুলফিকার বলেন এই মহিলা প্রকৃতই মাদকই ব্যবসায়ী তাই তাকে এরেষ্ট করা হয়েছে এবং মাদক ও অস্ত্র আইনে মামলা করা হয়ছে।