রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর অফিসিয়াল গভর্নর ভিজিট (২০২০-২১) ও রেগুলার মিটিং সম্পন্ন
নিউজ ডেস্ক , চট্টগ্রাম আজ রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ডিজি ভিজিট (২০২০-২১) ও রেগুলার মিটিং অনুষ্ঠিত হয় । উক্ত রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর প্রথম পর্বের অনুষ্ঠানে ছিল ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভনর (২০২০-২১) এর অফিসিয়াল ক্লাব ভিজিট । এতে অংশ নেন ক্লাবের প্রেসিডেন্ট রোটা: মো: শহীদুল ইসলাম , সেক্রেটারী রোটা: মো: দেলোয়ার হোসেন , প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: এম এ রহিম (পি এইচ এফ) এছাড়া ও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮২ এর নেতৃবৃন্দ ।ক্লাবের সকল সদস্যগনের উপস্থিতিতে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় চট্টগ্রামের একটি হোটেলে । উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন রোটা: ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর (২০২০-২১) এছাড়া ও উপস্থিত ছিলেন ক্লাব উপদেষ্টা রোটা: আজিজুল হক , রোটা: পিপি মো: লিয়াকত আলী চেীধুরী, রোটা: পি পি শহীদুল্লাহ চেীধুরী , রোটা: সিপি উত্তম কুমার দত্ত (এসিষ্টান্ট গভর্নর) , রোটা: জাহাঙ্গীর চৌধুরী , রোটা: এহসানুল হক , রোটা: হাসিনা আকতার লিপি এবং রোটা: ড. মীর আনিসুজ্জামান প্রমূখ ।
ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর (২০২০-২১) রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর যাবতীয় কর্মকান্ডে সন্তোশ প্রকাশ করেন । এবং ক্লাবের উন্নতির ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট , সেক্রেটারী ও অন্যান্য নেতৃবৃন্দদের পরামর্শ প্রদান করেন ।
রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর পক্ষ থেকে ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর (২০২০-২১) কে ১২ জন পি এইচ এফ হওয়ার আশ্বাস প্রদান করা হয় ।
উক্ত অনুষ্ঠানে একজন নতুন সদস্য জনাব মো: আরিফুর রহমান কে ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর (২০২০-২১) নিজ হাতে রোটারি পিন পড়িয়ে দেন । সেই সাথে তিনি পি এইচ এফ হওয়ার আশা ব্যাক্ত করেন । ডা. বেলাল বলেন এটা চট্টগ্রামে রোটারীর ইতিহাসে সত্যি বিরল ব্যাপার যে , আজই রোটারীতে জয়েন করে আজই পি এইচ এফ হওয়া ।
এছাড়া ও পি এইচ এফ হওয়ার জন্য চেক জমা দেন ক্লাবের দুই জন্য সদস্য জনাব , রোটা: ডা. মুকিত ওসমান এবং রোটা: ডা: নুসরাত কায়ওনি ।
ক্লাবের রেগুলার মিটিং এ উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটা: মো: শহীদুল ইসলাম , সেক্রেটারী রোটা: মো: দেলোয়ার হোসেন , চার্টার প্রেসিডেন্ট রোটা : আনোয়ারুল কবির কামরুল , রোটা : এম এ রহিম পি এইচ এফ , রোটা : প্রসান্ত কুমার দাস পিএইচ এফ , রোটা : মো: ফোরকান উদ্দিন , রোটা: অরবিন্দু চৌধুরী , রোটা: উম্মে বুলবুল বারী , রোটা : সাদেকুর রহমান , রোটা : মো: শাহাদাৎ হোসেন , রোটা : ডা. মুকিত ওসমান , রোটা : সুলতানা আয়শা , রোটা : জাহান আরা আবেদীন , রোটা : মো: সালাউদ্দিন রানা , রোটা : মো: নজরুল ইসলাম , রোটা : শিমলা দাস প্রমূখ ।
এছাড়া ও উপস্তিত ছিলেন রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট মো: রানা , ইন্টারেক্ট মেহরাজ হোসেন রবিন , রোফায়ের কবির , তাজিমা কবির ও প্রান্তিকা দাস প্রমূখ ।