রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর অফিসিয়াল গভর্নর  ভিজিট (২০২০-২১) ও রেগুলার মিটিং  সম্পন্ন

Share the post

নিউজ ডেস্ক , চট্টগ্রাম আজ রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর  ডিজি  ভিজিট (২০২০-২১) ও রেগুলার মিটিং অনুষ্ঠিত হয় । উক্ত রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর প্রথম পর্বের  অনুষ্ঠানে  ছিল  ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভনর  (২০২০-২১) এর  অফিসিয়াল ক্লাব ভিজিট  । এতে অংশ নেন ক্লাবের প্রেসিডেন্ট রোটা: মো: শহীদুল ইসলাম  , সেক্রেটারী  রোটা: মো: দেলোয়ার হোসেন   , প্রেসিডেন্ট ইলেক্ট রোটা:  এম এ রহিম (পি এইচ এফ) এছাড়া ও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮২ এর নেতৃবৃন্দ ।ক্লাবের সকল সদস্যগনের উপস্থিতিতে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় চট্টগ্রামের একটি হোটেলে । উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন  রোটা:  ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর  (২০২০-২১)  এছাড়া ও উপস্থিত ছিলেন ক্লাব উপদেষ্টা রোটা: আজিজুল হক , রোটা: পিপি মো: লিয়াকত আলী চেীধুরী, রোটা: পি পি শহীদুল্লাহ চেীধুরী , রোটা:  সিপি উত্তম কুমার দত্ত  (এসিষ্টান্ট গভর্নর) , রোটা: জাহাঙ্গীর চৌধুরী , রোটা: এহসানুল হক , রোটা: হাসিনা আকতার  লিপি এবং রোটা: ড. মীর আনিসুজ্জামান  প্রমূখ ।

 

ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর  (২০২০-২১)  রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর  যাবতীয় কর্মকান্ডে সন্তোশ প্রকাশ করেন । এবং ক্লাবের উন্নতির ব্যাপারে  বর্তমান প্রেসিডেন্ট , সেক্রেটারী  ও অন্যান্য নেতৃবৃন্দদের পরামর্শ প্রদান করেন ।

রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং  এর পক্ষ থেকে ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর (২০২০-২১)   কে ১২ জন পি এইচ এফ হওয়ার আশ্বাস প্রদান করা হয় ।

উক্ত অনুষ্ঠানে একজন নতুন সদস্য  জনাব মো: আরিফুর রহমান কে ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর (২০২০-২১) নিজ হাতে   রোটারি  পিন পড়িয়ে দেন । সেই সাথে তিনি পি এইচ এফ হওয়ার আশা ব্যাক্ত করেন  ।  ডা. বেলাল বলেন এটা    চট্টগ্রামে রোটারীর ইতিহাসে সত্যি বিরল ব্যাপার  যে , আজই  রোটারীতে জয়েন করে আজই পি এইচ এফ হওয়া ।

এছাড়া ও পি এইচ এফ  হওয়ার জন্য চেক জমা দেন ক্লাবের  দুই জন্য সদস্য জনাব , রোটা: ডা. মুকিত ওসমান  এবং   রোটা: ডা: নুসরাত কায়ওনি ।

ক্লাবের  রেগুলার মিটিং এ উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটা: মো: শহীদুল ইসলাম  , সেক্রেটারী  রোটা: মো: দেলোয়ার হোসেন ,    চার্টার প্রেসিডেন্ট রোটা : আনোয়ারুল কবির কামরুল , রোটা : এম এ রহিম পি এইচ এফ , রোটা : প্রসান্ত কুমার দাস পিএইচ এফ , রোটা : মো: ফোরকান উদ্দিন , রোটা: অরবিন্দু চৌধুরী , রোটা: উম্মে বুলবুল বারী  , রোটা : সাদেকুর রহমান , রোটা : মো: শাহাদাৎ হোসেন , রোটা : ডা. মুকিত ওসমান ,  রোটা : সুলতানা আয়শা  , রোটা :  জাহান আরা আবেদীন , রোটা : মো: সালাউদ্দিন রানা , রোটা : মো: নজরুল ইসলাম , রোটা : শিমলা দাস প্রমূখ ।

এছাড়া ও উপস্তিত ছিলেন রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট মো: রানা  , ইন্টারেক্ট মেহরাজ হোসেন রবিন , রোফায়ের কবির , তাজিমা কবির ও প্রান্তিকা দাস  প্রমূখ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]