চলনবিলে অতিরিক্ত কচুরিপানার কারণে নৌপথে যোগাযোগ প্রায় বন্ধ। দুর্ভোগে হাজার হাজার বানভাসি মানুষ।
কাওছার আহ্ম্মেদ ডাহিয়া ,(সিংড়া) প্রতিনিধি। নাটোর সিংড়ায় চলনবিল অঞ্চলের সাতপুকুরিয়া, ইন্দ্রাশন ডাহিয়া,বেড়াবাড়ি, আয়েশ,পাড়িল সহ প্রায় ২০টি গ্রাম উজানের কচুরিপানা ভেষে আশায় পুরো বিল পরিপুর্ণ হয়ে নৌপথের যোগাযোগও প্রায় বন্ধহয়ে পরেছে। গতকাল সিংড়া উপজেলার সিংড়া পৌরসভার সোলাকুঁড়া নামক স্থানে আত্রাই নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে চলনবিলের উপরদিয়ে বন্যার পানির প্রবল বেগে প্লাবিত হচ্ছে। ফলে পানির স্রোতের সাথে বিলের উজানে থাকা কচুরিপানা ভাটির দিকে ছুটে আশায় চলনবিলের ২নংডাহিয়া,৩নং ইটালি ইউনিয়নের প্রায় ২০ টি গ্রামে নৌপথের চলাচল প্রায় বন্ধ হয়ে পরেছে। ফলে এই অঞ্চলের হাজার হাজার মানুষের জীবনে এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকাল থেকেই সিংড়া হতে বিয়াশ এবং বিয়াশ হতে বিলদহরে যাতায়াতের নৌ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।এক যায়গা থেকে আরেক যায়গায় যাওয়া প্রায় বন্ধ। জনগণকে অনেক সমস্যার মধ্যে জীবন যাপনকরতে হচ্ছে। এই বিশাল দুর্ভোগ ও দুরাবস্থা থেকে কি ভাবে জনজীবনে সস্তী ফিরে আশে বা জনজীবন সাভাবিক হয়, সরকার ও জনপ্রতিনিধিদের এগিয়ে এসে এই দুর্ভোগের সমাধান কামনা করছে চলনবিল বাসি।