নাটোরে সিংড়া পৌরসভার বাঁধ ভেঙে ৫/৬ বাড়ি নদীগর্ভে বিলীন।
কাওছার আহ্ম্মেদ,সিংড়া প্রতি নিধি। নাটোরের সিংড়ায়, পৌরসভার বাঁধভেঙ্গে যেয়ে ৫/৬ বসত বাড়ি নদীতে বিলীন হয়েগেছে। প্রত্যাক্ষদর্শীিরা জানান, নাটোর সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের শোলাকুঁড়া নামক স্থানে আত্রাই নদীর বাঁধ,আজ ভোর ৫.৩০মিনিটে ভেঙে যাওয়ায় ৫/৬ টি পরিবারের বসতবাড়ি সম্পুর্ন বিলীন হয়েছে। বন্যার পানি বিপদ সীমার ১০৬/১০৮ সেঃমিটার উপর দিয়ে প্লাবিত হওয়ায় নদী কুলের অধিকাংশ বাড়ি ঘর পানিতে ডুবে গিয়েছে। এদিকে সিংড়া উপজেলা পরিষদ সহ সিংড়া থানার মোড়,তুলাপট্টি,পানপট্টি,মাছ বাজার, চাউলপট্টি, সাপুড়েপল্লী,সরকার পাড়া,গোডাউন পাড়া,চক সিংড়া সহ অধিকাংশ এলাকায় বন্যার পানি কোমরের উপরে।এই মহল্লার মানুষ গুলোর জীবনে এখন চরম দুর্ভোগ।যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ। রয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাব। শিশু কিশোর,বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে জ্বর,সর্দি,ইনফ্লুয়েঞ্জা সহ নানান অসুখে।মিলছেনা সুচিকিৎসার ব্যবস্থা। তাই জনপ্রতিনিধি ও সরকার যাদি এই অসহায় মানুষগুলোর দিকে সাহায্যের হাত না বাারায়,তাহলে তাদের দুর্ভোগের কোনো। স্বীমা থাকবেনা