ভাড়ী বর্ষন ও উপরের পানি নেমে আসায় চলনবিলের বন্যা পরিস্থিতি বিপদ সীমার কাছে।

Share the post

কাওছার আহ্ম্মেদ ,ডাহিয়া (সিংড়া)প্রতিনিধি। কয়েক দিনের টানা বর্ষন এবং উজানের পানি নেমে আশায় চলনবিলের বন্যা পরিস্থিতি আবারো বিপদসীমার প্রায় কাছাকাছি পৌঁচেছে। বিপদ যেন কিছুতেই কাটছেনা চলনবিলের অসহায় বানভাসি মানুষের। বিগত দুই মাসের ভয়াবহ বন্যায় জীবনের অনেক স্বপ্নকে কবর দিতে হয়েছে চলনবিলের হাজার হাজার বানভাসি অসহায় মানুষের।অনাহারে অর্ধাহারে গৃহহীন হয়ে থাকতে হয়েছে দিনের পর দিন। বৈশ্বয়ীক করোনা ও বন্যায় ঈদের আনন্দের মতো আনন্দও ছুতে পারিনি চলনবিল বাসির জীবনে।টানা দুই মাসের ভয়াবহ বন্যার পানি ক্রমান্নয়ে ক্রমেই বিপদসীমার নিচে নেমেযায়, ফলত জনজীবনে ফিরে আসে কিছুটা স্বস্থি।কিন্তুু দির্ঘ্য সময় গৃহছাড়া থাকার পরে,সবে ঘরে ফিরার পরেই নতুন করে বিপদাশংখ্যা।টানা কয়দিনের ভাড়ী বর্ষনে চলনবিলের পানি বৃদ্ধি পেয়ে আবারো বিপদসীমার কাছেই পৌঁচেছে।এতে করে চলনবিলের শত-শত কৃষক পরিবার হয়েছে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ।নতুন করে পানি বৃদ্ধিপেয়ে ডুবে নষ্ট হয়েছে প্রায় ১৫০০/১৬০০ হেক্টর জমির রোপা ধান। নানা টানাহেঁচড়ার মধ্যেও বহুকষ্টে ঋনকরে টাকা সংগ্রহকরে জমিতে রোপন করা হয়েছিল রোপা ধান। অবশেষে ফিরতি বন্যায় সেই শেষ সম্বল টুকুও কেরে নিয়ে নিঃশ্ব হতে হলো চলনবিলের অনেক কৃষক পরিবারকে। তাই চলনবিলের অসহায় কৃষকের প্রাণের দাবি, সরকার এই সহায় সম্বলহীন কৃষকদের কৃষি উপকরণ ও কৃষি ঋণ সহায়তা দিলে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো এমনটা আশাবাদী চলনবিল বাসির।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবির জনসংযোগ দপ্তরের দায়িত্ব পেলেন মো. সাহেদ হাসান

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এতে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহেদ হাসান। আজ বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এমসয় অফিস আদেশে বলা হয়েছ- তথ্য, […]

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির পরিচয় মিলেছে

Share the post

Share the postসিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে বলে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি সংবাদমাধ্যমকে জানান, পুলিশের একাধিক সংস্থার তদন্তে এটা সম্ভব হয়েছে। ইকবালকে গ্রেপ্তারে গত কয়েক দিন ধরে চলছে জোর অভিযান।পুলিশ জানায়, রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টার মধ্যে কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা হয়। সে […]