“স্বপ্নের প্রয়াস সংগঠন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন”
নিউজ ডেস্ক: আজ দুপুরে চট্টগ্রাম এর সিআরবি এলাকায় বর্ণের ইশকুল এর শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করে স্বপ্নের প্রয়াস সংগঠন। সংগঠন এর সদস্য সামিউল কবির সিয়াম জানান ক্ষুধা মুক্ত সমাজ গঠন ও অসহায় মানুষের জন্য স্বপ্নের প্রয়াস সংগঠন কাজ করে যাচ্ছে। তাদের সংগঠন এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এতে উপস্থিত ছিলেন বর্ণের ইশকুল এর শিক্ষক সাকিব সাখাওয়াত,জুয়েল এবং স্বপ্নের প্রয়াস সংগঠন এর সদস্য তাহমিদ খান,সামিউল কবির সিয়াম,ওসামা বিন আলম,ফয়সাল রহমান।