গঙ্গাচড়ায় ঝুঁকিপূর্ণ সাব-রেজিস্টার অফিস ভবন যেকোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা

Share the post

সুজন আহম্মেদ, রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সাব-রেজিস্টার অফিসের কাজকর্ম। দীর্ঘদিনেও ভবন সংস্কার না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিনের কাজকর্ম চালাচ্ছেন ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা। জরাজীর্ণ এ ভবনে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটলে শুধু প্্রাণহানি নয়, নষ্ট হয়ে যাবে উপজেলার গুরুত্বপূর্ণ ভূ-সম্পত্তির নথি ও দলিলপত্র। বাহির থেকে দেখে ফিটফাট মনে হলেও ভিতরের অবস্থা খুবই নাজুক। তবে এ বিষয়ে রংপুর জেলা গণপূর্ত বিভাগকে অবগত করার পরেও সাব-রেজিস্টার অফিস সংস্কারে এখন পর্যন্ত উদ্যোগ নেয়া হয়নি। উপজেলা প্রশাসনের মূল ভবনের পূর্ব দিকে ১৯৮৪ সালে নির্মিত পুরাতন আদালত ভবনের একটি কক্ষে সাব-রেজিস্টার অফিস। ভিতরে প্রবেশ করে দেখা মিলে হাজারো নতুন পুরাতন নথিপত্রের স্তুপের। আবার কতোগুলো নথি কক্ষের ভেতর এক পাশ দিয়ে সাজিয়ে রাখা আছে। সেবামূলক কাজে ব্যস্ত কর্মকর্তা-কর্মচারী। কিন্তু ভবনটির উপর দিকে তাকালে তার আসল দৈন্যদশা চোখে পড়ে। ভবনটির বিমের কিছু অংশ ও ছাদের পলেস্তারা খুলে পড়তে শুরু করেছে। সেখান দিয়ে বেড়িয়ে আসছে রড। বিভিন্ন স্থানে ও বিমে ধরেছে ফাটল। এমন কি সাব-রেজিস্টারের কক্ষটিতে ছাদের পলেস্তারা খুলে পড়ছে। যে কোনো সময় তা বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। তারপরও এতো দলিলপত্র নিয়ে ঝুঁকির মধ্যেই কাজ করছেন দলিল লেখকসহ অফিসের প্রায় ১৫০ কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আস শতশত লোকজন। অফিসের কর্মচারীরা জানান, প্রায় সময় ছাদের প্লাস্টার ধ¦সে পড়ে। সেসব পরিষ্কার করে আতঙ্কের কাজ করতে হয়। মজমুল, জয়নাল, ছামাদ জানান সেবা নিতে গিয়ে রেজিস্টার অফিসের ছাদের প্লাস্টার খুলে তাদের গায়ে পড়েছিলো। উপজেলা সাব-রেজিস্টার অফিস সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টকে (গণপূর্ত) কয়েকদফা লিখিতভাবে জানানো হয়েছে। তবে কোন এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি । এ ব্যাপারে রংপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন জানান, তিনি দেড় মাস আগে যোগদান করেছেন। যোগদানের পর সাব-রেজিস্টার অফিসের কোন আবেদন পান নাই। নতুন করে আবেদন পেলে ব্যবস্থা নিবেন। উপজেলা সাবÑরেজিস্টার অফিসের তথ্যমতে, এ অফিসে প্রায় তিন সহ¯্রাধিক বালাম বই সংরক্ষিত আছে। আর গত অর্থবছরে এ অফিস থেকে রাজস্ব আয় হয়েছে প্রায় ৬ কোটি টাকা। এছাড়াও উক্ত আদালত ভবনে যুব উন্নয়ন অফিস ও সেটেলমেন্ট অফিসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেগুলোরও একই অবস্থা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]