সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও ফুটবল একাদশ
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): মানবতার সংগঠন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের কর্তৃক আয়োজিত আন্ত ফুটবল টুর্নামেন্ট দিনব্যাপী অনুষ্ঠিত হয়। আজ ৪ সেপ্টেম্বর ২০২০ ইং রোজ শুক্রুবার সন্দ্বীপ রহমতপুর ব্লক বেড়িঁবাধ সংলগ্ন সকাল ১০ ঘটিকায় প্রথম খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অংশ গ্রহন করেন সংগঠনের দুই শক্তিশালী দল এ একাদশ বনাম এবি একাদশ। প্রথম খেলায় জয় লাভ করে এবি একাদশ। সকাল ১১ঃ২০ ঘটিকায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ২য় ম্যাচ সেই ম্যাচে অংশ গ্রহন করেন সংগঠনের দুই শক্তিশালী দল ও একাদশ বনাম বি একাদশ। ২য় খেলায় জয় লাভ করে ও একাদশ। বিকাল ৪:৩০ ঘটিকায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল ম্যাচে অংশ গ্রহন করে সংগঠনের অন্যতম দুই শক্তিশালী দল ও একাদশ বনাম এবি একাদশ। উক্ত ফাইনাল ম্যাচে এবি একাদশ কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ও একাদশ। উক্ত খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা জ্বনাব খোদা বক্স সাইফুল, সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের সভাপতি কোরবান আলী, সাধারন সম্পাদক শেখ রুবেল, অর্থ সম্পাদক টিপু সুলতান ও ক্রীড়া সম্পাদক মোঃ মামুন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। ধন্যবাদ মানবতার সংগঠন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম কে মানবতার সাথে সাথে খেলাধুলা অংশ গ্রহন করে সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য।