করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে ১৫ আনসার ব্যাটালিয়ন
মুজিবুল হক,চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা ও জেলেদের মাঝে মাছের পোনা বিতরণ করেছেন চট্টগ্রাম ও কক্সবাজারের দায়িত্ব প্রাপ্ত ১৫ আনসার ব্যাটালিয়ন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে ও ঐতিহাসিক ৬ দফা দিবস এবং মুজিব বর্ষ উপলক্ষে তারা এ উদ্যোগ নেন বলে জানান ১৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন।

তিনি বলেন,শুধু প্রান্তিক কৃষক চাষী ও খামারীদের জন্য নয়, আমরা ১৫ আনসার ব্যাটালিয়নের সকল সৈনিকরা ও ব্যাটালিয়ন সদর দপ্তরের মুজিব কাননে এবং সকল ক্যাম্পে ৫ জুন থেকে এ কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছি। এএসএম আজিম উদ্দিন আরও বলেন, আমরা মনে করি মুজিব কানন মডেল অনুসরনের মাধ্যমে আরো বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান কৃষক খামারি এবং চাষীদের পাশে দাঁড়াবে। এতে আমাদের দেশ আগামীর যে কোন বেকারত্ব ও খাদ্য সংকটমুক্ত থাকবে। করোনার ফলে কোন মানুষকে না খেয়ে থাকতে হবে না। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৫ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মোঃ সাব্বির হোসেন ব্যাটালিয়ন বিএইচএম, আরপি কমান্ডার।